দিগ্‌বিজয়ী মহারথী‌, ইসলাম মতবাদের প্রকাণ্ড‌ জ্ঞাতা‌ পণ্ডিত মুরারীলাল শর্মা


 

দিগ্‌বিজয়ী মহারথী‌, ইসলাম মতবাদের প্রকাণ্ড‌ জ্ঞাতা‌ পণ্ডিত মুরারীলাল শর্মা


আর্যজগতের মহান্ দিগ্‌বিজয়ী শাস্ত্রার্থী বিদ্বান্ তথা অথক প্রচারক পণ্ডিত মুরারিলাল শর্মা জীর জন্ম ১৮৬২ সনের শ্রাবণ মাসে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশে । 


তাঁর পিতার নাম পণ্ডিত রামশরণ তপস্বী তথা পিতামহের নাম পণ্ডিত লক্ষ্মণদাস চৌবে । বাল্যাবস্থাতেই তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন । কয়েক ঘণ্টা করে গায়ত্রী মন্ত্র জপ করতেন । পুরাণসমূহের বিশদ‌ অধ্যয়ন তিনি তাঁর বাল্যাবস্থাতেই সম্পন্ন করেন । উর্দু এবং ফারসী ভাষার‌ প্রারম্ভিক শিক্ষা সম্পন্নের পশ্চাৎ তিনি বুলন্দশহর এর বিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করেন ।

 সত্যার্থপ্রকাশ স্বাধ্যায়ের দরুন শর্মাজী আর্যসমাজের প্রতি আকৃষ্ট হন । ১৮৯৮ সনে স্বামী দর্শনানন্দজীর পরামর্শে সিকান্দরবাদে প্রথম গুরুকুলের স্থাপনা হয় । উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরবাদ কস্‌বে নগরে‌ যখন সর্বপ্রথম গুরুকুল স্থাপনা করা হয়, তখন গুরুকুলের‌ মুখ্যাধিষ্ঠাতা পদে পণ্ডিত মুরারীলাল জীকে নিযুক্ত করা হয় । গুরুকুল সিকান্দরবাদের প্রাণ স্বরূপ পণ্ডিত মুরারীলাল জী সমগ্র‌ ইসলাম মতবাদের মর্মজ্ঞ বিদ্বান্ তথা দিগ্‌বিজয়ী অদ্বিতীয় শাস্ত্রার্থ মহারথী ছিলেন । শর্মাজী তাঁর সমগ্র জীবনে অগণিত পাদরি, মৌলবি, পৌরাণিক পণ্ডিতদের সহিত শত-শত শাস্ত্রার্থ করেছেন তথা সর্বত্র বিজয়ী হয়েছেন । সংস্কৃত এবং আরবি ভাষা বিষয়ে তিনি প্রথম ব্যাখ্যান দেন সিকান্দরবাদে । মুসলমানরা এই ব্যাখ্যানে রুষ্ট হয়ে তাদের নির্ধারিত মৌলবিদের সাথে শাস্ত্রার্থের জন্য পণ্ডিত জীকে‌ আহ্বান করেন, পণ্ডিত জী প্রস্তুতি‌ নিলে‌ তখন‌ তাদের‌ মৌলবি‌রা‌ জানায় পণ্ডিত মুরারীলাল জী অল্পবয়সী, তাই তাঁর সাথে শাস্ত্রার্থ করার সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি নেয় । এরপর থেকে পণ্ডিত শর্মা জী শত-শত শাস্ত্রার্থ করে‌ন বিভিন্ন স্থানে ; ৫-৬ হজার মুসলমানদের সমক্ষে‌ স্বয়ং‌ একাই নির্ভীকরূপে শাস্ত্রার্থ করতেন । সর্বত্র অদ্বিতীয় সাহসের পরিচয় দিতেন ।

তিনি শুদ্ধি আন্দোলনেও স্বামী শ্রদ্ধানন্দ জীর সহিত অংশ নিয়েছেন । সিকান্দরবাদ, দিল্লী, সহারনপুর, কিরঠল, মুঙ্গের, বুলন্দশহর, আলীগঢ়, ফর্রূখনগর, খুর্জা আদি নগরে ইতিহাসখ্যাত প্রসিদ্ধ শাস্ত্রার্থ করে বিজয়শ্রী বরণ করেছেন । পণ্ডিত দেবেন্দ্রনাথ শাস্ত্রী, সাংখ্যতীর্থ তাঁর জ্যেষ্ঠ পুত্র ছিলেন । তিনি‌ও শাস্ত্রার্থ মহারথী ছিলেন । পণ্ডিত জীর অধিকাংশ প্রসিদ্ধ সাহিত্য মুরারি ট্রাক্ট সোসাইটি দ্বারা‌ প্রকাশিত হয় ।


 মহান এই মহারথীর দেহাবসান হয় ১৯২৭ সনের ২২ জানুয়ারি দিল্লীতে । 


গ্রন্থরাজিঃ


ইসলাম খণ্ডনাত্মক প্রসিদ্ধ পুস্তক


1.‌ ইসলামী তৌহীদ কা নমুনা


2. মুসলমানী কে বানী কী কহানী


 3. তহারত-মজহবে ইসলাম মে পবিত্রতা কী গড়বড়


4. মজহবে ইসলাম মে সাইন্স কী গড়বড় (১৯২৫ সন)


5. রূহ কী মাহিয়ত মে উলেমাএ ইসলাম কী গড়বড়


6. মজহবে ইসলাম মে সভ্যতা কী গড়বড় (১৯২৪ সন)


7.ফলসফা মুহম্মদী


8. ইসলামী দর্পণ


9. ইসলাম কী দুর্গতি


10. আইনা এ ইস্লাম


11. ইসলামী ঢোল কী পোল


12. ইসলামী মজহব কী ছানবীন


13. কুরান কী পোল (১৯১৪ সন)


অন্য‌ সাহিত্য — 


14. ভজন পচাসা (৪ ভাগ)


15. বারহখড়ী নং. ১


16. গান্ধী বারহখড়ী


17. বারহমাসা বিধবা বিলাপ


-- বিদুষাং বশংবদঃ 





 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.