পর্দাপ্রথা সম্পর্কে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর অভিমত

 

 


নারীদের পর্দায় আবদ্ধ রাখা আজন্ম কারাগারে রাখার সমান । যখন তাদের বিদ্যালাভ হবে তখন তারা নিজেদের বিদ্যা দ্বারা বুদ্ধিমতী হয়ে প্রত্যেক দোষ থেকে মুক্ত ও পবিত্র থাকতে পারবে । পর্দায় থাকাতেই সতীত্ব রক্ষা হবে না এবং বিদ্যা লাভ ব্যতীত বুদ্ধিমতী হওয়াও সম্ভব নয় । 

মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জীবন চরিত্র, পৃষ্ঠা ২৮৯

 


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.