পণ্ডিত ভূমিত্র শর্মা

 


পণ্ডিত ভূমিত্র শর্মা


পণ্ডিত ভূমিত্র‌ জীর জন্ম ১৮৫৫ সনে কর্ণবাস (জেলা – বুলন্দশহর) নগরে। 

তিনি মহর্ষি দয়ানন্দ জীর সমকালিক বিদ্বান ছিলেন । মহর্ষি দয়ানন্দ জীর‌ সান্নিধ্যে বৈদিক সন্ধ্যোপাসনার দীক্ষা নেন তথা তাঁর যজ্ঞোপবীত সংস্কার‌ও মহর্ষির সমক্ষে সম্পন্ন হয়েছিলো। পণ্ডিত ভূমিত্র শর্মা জী আর্যসমাজের অনথক প্রচারক ছিলেন ।

তিনি দেহত্যাগ‌ করেন ১৯৩৩ সনের‌ ২৯ অক্টোবর ।


গ্রন্থরাজিঃ

1. বেদানুগ রত্নসংগ্রহ (গীতা ভাষ্য)  


2.‌ বাজসনেয়োপনিষদ্-বেদানুগামী টীকা (১৯২০ সন)


3.‌ তলবকারোপনিষদ্ — বেদানুগামী টীকা (১৯২০ সন) 


4. বাস্তবিক বৈদিক বর্ণ ব্যবস্থা - (২ ভাগ) 

পণ্ডিত অখিলানন্দ শর্মা 'বৈদিক বর্ণ ব্যবস্থা' শীর্ষক এক পুস্তক লিখেছিলেন, পুস্তকে যেন তেন প্রকারেণ, অনেক হেত্বাভাসের আশ্রয় নিয়ে বর্ণ ব্যবস্থাকে জন্মাধারিত সিদ্ধ করার প্রয়াস করেছিলেন । এই পুস্তকের খণ্ডনে পণ্ডিত ভূমিত্র শর্মা জী উক্ত গ্রন্থ প্রণয়ন‌ করেন ।


 5. নিয়োগ মর্দন কা বিমর্দন  

পৌরাণিক কালুরাম শাস্ত্রী লিখিত 'নিয়োগ মর্দন' পুস্তকের‌ সপ্রমাণ খণ্ডন ।


6. পিতৃযজ্ঞ সমীক্ষা (১৯৭৪ বিক্রমাব্দ)

চৌখানী ভিবানী নিবাসী হরিদ্বারীলাল মৃতক শ্রাদ্ধের পুষ্টির নিমিত্তে 'পিতৃযজ্ঞ কী সংহতি' নামক‌ পুস্তক লিখেছিলেন ।

এই পুস্তকের বিস্তৃত খণ্ডনে‌ পণ্ডিত ভূমিত্র জী উপর্যুক্ত গ্রন্থ‌ প্রণয়ন করেন ।


7. মূর্তিপূজা-সমীক্ষা (১৯৭৪ বিক্রমাব্দ)


8. পুরাণ কলঙ্ক প্রকাশ (১৯১৭ সন)

 কালুরাম শাস্ত্রী লিখিত 'পুরাণ কলঙ্কাভাস মার্জন' পুস্তকের খণ্ডন । 


9. ত্রিশূলী ত্রিশূলোচ্ছেদন (১৯২৭ সন)

পৌরাণিক লেখক ত্রিশূলী এর মত খণ্ডন। 



—— বিদুষাং বশংবদঃ 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.