স্ত্রী ও পুরুষের বিয়ে কত বছর বয়সে ও কার ইচ্ছায় হওয়া উচিত ?



  ☑️ স্ত্রী ও পুরুষের বিয়ে কত বছর বয়সে ও কোন বিধিতে হওয়া উচিত ?

মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলেছেন ,

 ❝ বিয়ে সময় ছেলের আয়ু কমপক্ষে ২৪ বছর এবং মেয়ের বয়স কমপক্ষে ১৬ বছর হওয়া উচিত । বিয়ের সময় নারী এবং পুরুষের বয়স এর থেকে কম হওয়া কখনো উচিত নয় ; বিয়ে নারী-পুরুষের স্বীয় রুচি অনুযায়ী করা আবশ্যক । কেননা তাদের পরম্পরের সাথে সমগ্র জীবন অতিবাহিত করতে হবে । যখন নিজেদের পছন্দ অনুযায়ী পরস্পরের রূপ - আকার - প্রকার এবং চালচলন তথা অন্য বিষয় পর্যবেক্ষণ করে নেবে তখন তাদের মধ্যে মনোমালিন্য উৎপন্ন হওয়া সম্ভব নয় । নাহলে শুধুমাত্র মা ও বাবার পছন্দ করা নারী বা পুরুষ কিভাবে তারা পছন্দ করবে ? ❞

 

[ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জীবন চরিত্র, পৃষ্ঠা ২৮৭ ]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.