▪️বেদ সর্ববিদ্যার গ্রন্থ বলতে কী বোঝায় ❓
সর্ব বিদ্যার অধিকরণ হলো বেদ অর্থাৎ সর্ববিদ্যার মূল তত্ত্বের দিগ্দর্শন মাত্র বেদে রয়েছে।... এখন কেউ যদি বলে 'ঈশ্বর কেন সর্ববিদ্যার মূল তত্ত্বই প্রকাশ করলেন, আদ্যোপান্ত বিদ্যা ও কলার বিবরণ কেন প্রকাশিত করলেন না?', তবে আমি বলবো, যেভাবে ঈশ্বর মানুষের বুদ্ধিগম্য, তেমনি ঈশ্বর মানুষের বুদ্ধির উন্নতিরও সুযোগ রেখেছেন।
- মহর্ষি দয়ানন্দ সরস্বতী [উপদেশ মঞ্জরী, ৫ম প্রবচন]
© বাংলাদেশ অগ্নিবীর