বাবা-মাকে ত্যাগ করে আমার শিষ্য হয়ো না - মহর্ষি দয়ানন্দ সরস্বতী

বাবা-মাকে ত্যাগ করে আমার শিষ্য হয়ো না - মহর্ষি দয়ানন্দ সরস্বতী 
 
মহর্ষি দয়ানন্দের রাজনাথ এক শিষ্য ছিলো। সে মহর্ষির জন্য রান্না করতো। একদিন রাজনাথ যখন রান্না করছিলো মহর্ষি বলে উঠলেন, 'তোমার বাবা আসছেন, তোমাকে আমি বলেছিলাম বাবার অনুমতি নিয়ে এসো কিন্তু তা করোনি, তিনি কষ্ট পেয়েছেন'। রাজনাথ চমকে উঠলো, বাইরে গিয়ে কাউকে দেখতে পেলোনা। আধা ঘণ্টা পরে তার বাবা সত্যিই চলে এলো এবং রাজনাথকে দেখে কান্না করতে লাগলো। মহর্ষি এসব দেখে কষ্ট পেলেন আর রাজনাথের বাবাকে বললেন, 'তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও। আমি অন্য সাধুদের মতো নই যে তোমার সন্তানকে শিষ্য করে নিজের কাছে রেখে দিয়ে তোমাকে কষ্ট দেবো'। 
 
- মহর্ষি দয়ানন্দ জীবন চরিত [ঘাসীরাম, পৃ০ ২১৬]
 
 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.