মহর্ষিস্তবঃ - অষ্টকম্
একোঽপি সন্ নির্ভয়বীরবর্যঃ,
সমস্তপাখণ্ডমখণ্ডয়দ্ যঃ।
সত্যব্রতশ্রেষ্ঠমমুং মহান্তম্,
ভাবার্থানুবাদ: যেই নির্ভীক বীরবর একাকী সর্ব পাষণ্ডমত খণ্ডন করেছেন, সেই সত্যব্রতধারী শ্রেষ্ঠ মহান ঋষি দয়ানন্দকে আমি নমস্কার করি।
ন যং কৃতান্তোঽপ্যশকদ্ বিজেতুং,
যস্যাগ্রতো বদ্ধকরঃ স তস্থৌ।
যোগাগ্নিনা দগ্ধসমস্তদোষম্,
ঋষিং দয়ানন্দমহং নমামি॥২॥
ভাবার্থানুবাদ:
মৃত্যু বারংবার সমাগত হয়েও জয় করতে পারেনি যাকে, বরং কৃতাঞ্জলিপুটে
দণ্ডায়মান ছিলো, যিনি যোগাগ্নি দ্বারা সর্বদোষ দগ্ধ করেছেন এমন ঋষি
দয়ানন্দকে আমি প্রণাম করি।
বিষং প্রদায়াপ্যপকারকর্ত্রে,
যোঽদাদ্ ধনং তস্য হি রক্ষণার্থম্।
প্রেম্ণা স্বশত্রূনপি মোহয়ন্তম্,
ঋষিং দয়ানন্দমহং নমামি॥৩॥
ভাবার্থানুবাদ: ক্ষতিকারী
বিষদাতাকেও যিনি জীবনরক্ষায় ধন দান করেছিলেন, প্রেমের মাধ্যমে শত্রুদেরও
যিনি মোহিত করতে এমন ঋষি দয়ানন্দকে আমি নমস্কার করি।
যদ্যঙ্গুলীরপ্যরয়ো দহেয়ুস্তথাপি যাস্যামি ন তত্র চিন্তা।
ইত্যাদিবাক্যং সমুদাহরন্তং, তং শ্রীদয়ানন্দমহং নমামি॥৪॥
ভাবার্থানুবাদ: যদি বিরোধীরা আমার আঙুল জ্বালিয়ে দিলেও আমি সত্য প্রকাশ করে যাবো - এমন বক্তা মহর্ষি দয়ানন্দকে আমি নমস্কার করি।
দয়ায়া যঃ সিন্ধুর্নিগমবিহিতাচারনিরতো,
বিলুপ্তং সদ্ধর্ম, পুনরপি সমুদ্ধর্তুমনিশম্।
দিবারাত্রং যেতে, যতিবরগুণগ্রামসহিতো,
দয়ানন্দো যোগী, বিমলচরিতোঽসৌ বিজয়তে॥৫॥
ভাবার্থানুবাদ: যিনি
দয়ার সাগর ছিলেন, বেদ প্রতিপাদিত আচরণে তৎপর্য ছিলেন, বিলুপ্ত সদ্ধর্মের
রক্ষার জন্য দিবারাত্রি প্রচেষ্টা করতেন এমন শুদ্ধচরিত যতিবর যোগী
দয়ানন্দের জয় হোক।
যদীয়ং বৈদুষ্যং, শ্রুতিবিষয়কং লোকবিদিতং,
যদীয়ং যোগিত্বং, কলিযুগজনেষ্বস্ত্যনুপমম্।
হিতার্থং সর্বেষাম্, ইহ নিজসুখং যস্তু বিজহৌ,
দয়ানন্দো যোগী, বিমলচরিতোঽসৌ বিজয়তে॥৬॥
ভাবার্থানুবাদ:
যার বেদবিদ্বতা লোকখ্যাত, যার যোগীত্ব কলিযুগে অনুপম, সর্বহিতার্থে যিনি
নিজের সুখ ত্যাগ করেছিলেন, এমন বিমল চরিত্রের অধিকারী যোগী দয়ানন্দের জয়
হোক।
স্বরাজ্যং সরবেভ্যঃ, পরমসুখদং শান্তিজনকং,
স্বদেশীয়ো ধার্যঃ, সকলমনুজৈর্বস্ত্রনিবহঃ।
স্বরাষ্ট্রং চারাধ্যং, দিশিদিশি দিশন্ ভীতিরহিতো,
দয়ানন্দ যোগী, বিমলচরিতোঽসৌ বিজয়তে॥৭॥
ভাবার্থানুবাদ: "স্বরাজ্যই
পরম সুখ ও শান্তিদাতাব, সবার উচিত স্বদেশী বস্ত্র পরিধান করা। এভাবে নিজ
রাষ্ট্রের সেবা করা উচিত" - নির্ভয় হয়ে সর্বদিকে যিনি শুভ মনোভাবের প্রচার
করেছিলেন, এমন পবিত্র চরিত্রের অধিকারী যোগী দয়ানন্দের জয় হোক।
জনাঃ সর্বে নূনং, ভুবনজনিতুঃ পুত্রসদৃশাঃ,
অতোঽন্যোন্যং স্নেহঃ, সকলমনুজানাং সমুচিতঃ।
ন কোঽপ্যস্পৃশ্যো না, ইতি বিলমভাবং প্রচুরয়ন্,
দয়ানন্দো যোগী, সরলহৃদয়োঽসৌ বিজয়তে ॥৮॥
ভাবার্থানুবাদ:
সংসারের সব মানুষ একই জগৎস্রষ্টা পরমাত্মার সন্তানের মতো, এজন্য পরস্পরে
প্রেমই কাম্য, অস্পৃশ্য কেউই নয় ~ এমন পবিত্র ভাবের প্রচারক সরল হৃদয় যোগী
দয়ানন্দের জয় হোক।

© বাংলাদেশ অগ্নিবীর