মূঢ় এবং অজ্ঞানী লোকেরা সবসময় (সাকার) দেবতা ছাড়া নিজের নির্বাহ কিভাবে করবে ?

 

মূঢ় এবং অজ্ঞানী লোকেরা সবসময় (সাকার) দেবতা ছাড়া নিজের নির্বাহ কিভাবে করবে ? এই প্রশ্ন নিয়ে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর উত্তর -
আমার বিবেচনায়, মূর্খেরও মূর্তি পূজার কোনো প্রয়োজন নেই। কারণ মূর্খ অর্থাৎ প্রথমেই জড়-বুদ্ধি। আর তারপর তার সাথে জড় পদার্থের পূজা জুড়ে দেওয়া হবে। তাহলে কি তার বুদ্ধি আরও বেশি জড় হবে না ? জড়মূর্তির পূজার মাধ্যমে জড়বুদ্ধিতে তো জড়ত্বই জমা হবে, এর থেকে উন্নতি কখনোই হবে না বরং অবশ্যই অধোগতি হবে।
 
উপদেশ মঞ্জরী [চতুর্থ উপদেশ]
মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.