মহর্ষি দয়ানন্দ ও আর্যসমাজ নিয়ে যা বললেন পূর্ব রাজ্যমন্ত্রী শের সিংহ

 

 মহর্ষি দয়ানন্দ ও আর্যসমাজ নিয়ে যা বললেন পূর্ব রাজ্যমন্ত্রী শের সিংহ -


যুগপ্রবর্তক মহর্ষি দয়ানন্দ সরস্বতী সমগ্র বিশ্বের মঙ্গলকামনাকে নিয়ে যে যাত্রা করেছিলেন তা আমাদের সংস্কৃতির ভিত্তি । ' সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ্ দুঃখভাগ্ভবেৎ ' - এই কামনাই ব্যক্ত করা হয়েছে । সম্পূর্ণ মানবতার সাথে তাদাত্ম্য স্থাপিত করার জন্য ' বসুধৈব কুটুম্বকম্'এর অবধারণা ভারতীয় সংস্কৃতির অমূল্যসম্পদ যাকে আর্যসমাজ নিজের প্রতিনিধিদের মাধ্যমে 'মুক্তহস্ত'-এ বিতরণ করছে যাতে কটুতা, ঘৃণা এবং হিংসা এই বিশ্ব থেকে চিরকালের জন্য দূরীভূত হয় ।

 - শের সিংহ কাদ্যান [ ভারতের পূর্ব রাজ্যমন্ত্রী, ২৬.১২.১৯৭৮ ]


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.