মহাপুরুষদের বা পূর্বপুরুষদের ভাস্কর্য নির্মাণ নিয়ে মহর্ষি দয়ানন্দের সিদ্ধান্ত

 


☑️ মহাপুরুষদের বা পূর্বপুরুষদের ভাস্কর্য নির্মাণ নিয়ে মহর্ষি দয়ানন্দের সিদ্ধান্ত কি ছিলো ❓ 

 ❝ এই বিষয়ে [ অষ্টা০ ৫।৩।৯৯ ] আমাদের অভিপ্রায় এমন নয় যে ব্রহ্মা আদি দেবতা ছিলেন না বা তাদের প্রতিমা রাখা বা দেখা অধর্ম । কিন্তু সেই প্রতিমাসমূহের যথার্থ স্বরূপের ন্যায় সৎকার পূজা ধূপ-দীপ আদি করা এবং পূজা তথা দর্শনাদিতে পরমার্থ সিদ্ধি ও মুক্তি বলে মনে করে তা ঠিক নয়, কেননা এটি শ্রুতি - স্মৃতি উভয়ের বিপরীত যে বিদ্যা ও আত্মজ্ঞান ছাড়াই মুক্তি হতে পারে । হ্যাঁ , সেই প্রতিমাসমূহকে দেখে সেই ব্যক্তিদের গুণ - কর্মের স্মরণ করে আপনারাও তেমন গুণ - কর্মকে ধারণ করবেন যেন উত্তম বলে কথিত হয় । ❞ 

- মহর্ষি দয়ানন্দ সরস্বতী (সম্বৎ ১৯৩৮)

  [ পত্র ও বিজ্ঞাপন, ২য় ভাগ, পত্র ৫৭৯, পৃষ্ঠা ৬৪১ ]

 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.