শাস্ত্রার্থ‌ মহারথী পণ্ডিত শিবশর্মা‌ জী‌ মহোপদেশক



শাস্ত্রার্থ‌ মহারথী পণ্ডিত শিবশর্মা‌ জী‌ মহোপদেশক

পণ্ডিত শিবশর্মা‌ জী‌ মুরাদাবাদের সম্ভল কস্বে এর নিবাসী ছিলেন ।

 তাঁর পূর্বাশ্রমীয়‌ নাম ছিলো‌ শিব স্বামী সরস্বতী। তিনি তাঁর জীবনকালে শত-সহস্র‌  শাস্ত্রার্থ করেছেন অবৈদিক  মতাবলম্বীদের সহিত  তথা উপদেশকরূপে সর্বত্র ভ্রমণ করে সনাতন ধর্ম প্রচার করেছেন । পণ্ডিত  জী অনেক বর্ষ আর্য প্রতিনিধি সভা, উত্তর-প্রদেশের উপদেশক পদেও‌ কার্যরত‌ ছিলেন । তাঁর  প্রণীত বিবিধ‌ গ্রন্থ 'শিব শর্মা প্রকাশন' সম্ভল থেকে প্রকাশিত  হয়েছে ।


গ্রন্থরাজিঃ


1.‌ সত্যার্থ নির্ণয় ( ১ম খণ্ড, ১৯৩৪ সন) 


2. শাস্ত্রার্থ মহারথী


3. শাস্ত্রার্থ কোপাগঞ্জ


4. মূর্তিপূজা-বিচার


5. মূর্তিপূজা বিবেচন


6. অখিলানন্দ কা হৃদয়, (১৯৮৬ বিক্রমাব্দ)


7. বৈদিক ধর্ম ঔর ইসলাম


8. চমন ইসলাম কী সৈর


9. ধর্ম-শিক্ষা


10. বৈদিক ধর্ম শিক্ষা ( ৪টি খণ্ড‌ ; ১৯৫৪ সন)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.