কোন অবস্থাতেই উপাসনায় ব্যাঘাত ঘটাবে না - মহর্ষি দয়ানন্দ সরস্বতী

 


 একদিন মহর্ষি দয়ানন্দ সরস্বতী সাপ্তাহিক সৎসঙ্গে পদার্পণ করেন । স্বামীজীকে আগত দেখে সকলেই সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়ান । উপাসনা সমাপ্তির পরে মহর্ষি উপদেশ প্রদান করেন - 

 ❝ উপাসনাকালে উপাসক ঈশ্বরের সৎসঙ্গে মগ্ন থাকেন । এই সময়ে যত বড় মানুষই আসুক না কেন উপাসকের দাঁড়ানো উচিত নয়, কেননা পরমেশ্বরের থেকে বড় কেউ না । আর এমন [ অর্থাৎ উপাসনার সময় দাঁড়ালে ] করলে উপাসনাকেই অবহেলা করা হয় । ❞ 

 

 [ মহর্ষি দয়ানন্দের জীবন চরিত, দেবেন্দ্রনাথ ও ঘাসীরাম, পৃষ্ঠা ৩৭৯ ]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.