সাকারবাদীর সাথে ব্যবহারে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক

 


একদিন দেবীভক্ত [ এক সাকারবাদী ] মিষ্টান্ন নিয়ে এলেন । মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতীজী তা গ্রহণ করেন । কিছুক্ষণ থেকে দেবীভক্ত চলে গেলো । তারপর উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন দয়ানন্দজীকে বললেন দেবীভক্তের উপহার আপনার স্বীকার করা উচিত হয়নি, কেননা সে আপনার শত্রুদের পৃষ্ঠপোষক । স্বামীজী উত্তর দিলেন,

" আমার দৃষ্টিতে দেবীভক্তের সম্মান তার কতিপয় অনুযায়ীর থেকেও বেশী এবং ধর্মীয় মতভেদের জন্য আমি তার সাথে নিজস্ব ব্যবহার বিষয়ে প্রভাবিত হবো না " । 

[ মহর্ষি দয়ানন্দের জীবন চরিত, দেবেন্দ্রনাথ ও ঘাসীরাম, পৃষ্ঠা ৩১২ ]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.