মহর্ষি দয়ানন্দ সরস্বতী কি গুরুবাদীদের মত নিজের কথা অন্ধভাবে মানতে বলেছেন ?


আমি আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি, আমি এটা চাই না যে যা আমি বলবো আপনি তাতেই চোখ বন্ধ করে চলা শুরু করবেন । আপনি সেটি নিয়ে বিচার করুন, তা যাচাই-বাছাই করুন । যদি সেটি আপনার নিকট সত্য প্রমাণিত হয় তবে তা অনুসরণ করুন আর যদি মিথ্যা হয় তবে তাতে মনোযোগ দেবেন না । অন্ধবিশ্বাসই আমাদের নাশের মূল কারণ । সংস্কৃত পুস্তকে জ্ঞানের বৃহৎ ভাণ্ডার পরিপূর্ণ রয়েছে, তা পড়ুন ও দেখুন তাতে কি রয়েছে । শুধুমাত্র দয়ানন্দ সরস্বতী বলেছেন তাই মান্য বা ত্যাজ্য এমনটা বলবেন না । 

 - ভগবৎপাদ শ্রীমৎ মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী 

 [ মহর্ষি দয়ানন্দের জীবত চরিত, দেবেন্দ্রনাথ ও ঘাসীরাম, পৃষ্ঠা ৪০১ ]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.