আচার্য প্রিয়ব্রত‌ বেদবাচস্পতি

 


  আচার্য প্রিয়ব্রত‌ বেদবাচস্পতি

বেদের বিখ্যাত বিদ্বান্ তথা মহান‌ ব্যাখ্যাতা আচার্য প্রিয়ব্রত জীর জন্ম পানীপত তহসীলের অন্তর্গত ভাঊপুর গ্রামে ১৯০৬ সনে‌ । 

 আচার্য জীর পিতার নাম শ্রী বিজয়সিংহ । ১৯২৫ সনে‌ আচার্য জী গুরুকুল কাঁগড়ী থেকে ‘বেদবাচস্পতি ’ উপাধি প্রাপ্ত হন এবং স্নাতক সম্পন্ন করেন । শিক্ষা‌ সম্পন্ন করার‌ পশ্চাৎ‌ প্রারম্ভে তিনি পাঞ্জাবের‌ আর্য-প্রতিনিধি সভার মুখপত্র 'আর্য' পত্রিকার সম্পাদক পদে‌ কার্যরত‌ থাকেন । ১৯৩৫ সন থেকে ১৯৪৩ সন‌ পর্যন্ত লাহোরের আর্য-উপদেশক বিদ্যালয়ের আচার্য পদে‌ অধিষ্ঠিত হন‌ । ১৯৪৩ সনে গুরুকুল কাঁগড়ীতে ‘বেদ বিভাগ’ পদে নিযুক্ত হন এবং বিভাগাধ্যক্ষ, আচার্য তথা উপকুলপতি পদে ১৯৬৭ সন পর্যন্ত কার্যরত‌ থাকেন । পুনঃ ১৯৭১ সন‌ পর্যন্ত‌ উক্ত‌ গুরুকুলে ‘কুলপতি’ পদে‌ও অবস্থান‌ করেন। গুরুকুল কাঁগড়ী থেকে ১৯৭৬ সনে আচার্য জী “বিদ্যামার্তণ্ড” পদবীতে‌ বিভূষিত হন । জ্বালাপুরে‌ কিছুকাল গ্রন্থ‌ প্রণয়নে‌ অবস্থান‌ করেন । ১৯৮৭ সনে‌ বম্বের‌ আর্যসমাজ সান্তাক্রূজ তাঁকে “বেদ-বেদাঙ্গ” পুরস্কারে সম্মানিত করে ।


গ্রন্থরাজিঃ


1.‌ বরুণ কী নৌকা 

 ঋগ্বেদ এর বরুণ সূক্তের ভাবপূর্ণ ব্যাখ্যা [২ ভাগ] (১৯৪৬ সন)


2. বেদোদ্যান কে চুনে হুএ ফুল (১৯৫৪ সন)


3. বেদ কা রাষ্ট্রীয়-গীত 

অথর্ববেদের পৃথিবীসূক্ত ব্যাখ্যা (২০১২ বিক্রমাব্দ)


4. মেরা ধর্ম (১৯৫৭ সন)


5. বৈদিক অর্থ ব্যবস্থা (১৯৭০ সন)


6. সমাজ কা কায়াকল্প (১৯৮৩ সন)


7.বেদো কা রাজনীতিক সিদ্ধান্ত [৩ ভাগ] (১৯৮৩ সন)

 

8. বৈদিক ধর্ম‌ ঔর‌ মাংস ভক্ষণ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.