স্বামী বিজ্ঞানানন্দ সরস্বতী

 

       
         স্বামী বিজ্ঞানানন্দ সরস্বতী

আচার্য‌ বিজ্ঞানানন্দ জীর‌ জন্ম ১৮৮৫ সনের ১৮ই ডিসেম্বর‌ বর্তমানে‌ পাকিস্তানের ডেরা গাজী খাঁ জেলার হৈরোশর্কী গ্রামের চৌধুরী শ্রী‌ রাধুরাম জীর‌ গৃহে ।

 


স্বামীজী‌র‌ বাল্যনাম‌ ছিল সিদ্ধরাম‌ । তিনি‌ লাহোর থেকে. এল.এল.বিতে‌ বি‌.এ‌ সম্পন্ন করেন এবং অনেক বর্ষ‌ ওকালতি পেশায়‌ কর্মরত‌ থাকেন‌ । মহাত্মা প্রভুর সান্নিধ্যে এসে তিনি আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন এবং আচার্য সত্যভূষণ নামে‌  লায়লপুর জেলার‌ গুরুকুল কমালিয়ায় আচার্য পদে‌ অধিষ্ঠিত হন । দেশ বিভাজনের পশ্চাৎ তিনি রোহতকে "বৈদিক ভক্তি সাধন আশ্রম" স্থাপিত করেন তথা 'যজ্ঞ যোগ জ্যোতি' নামক মাসিক পত্র প্রকাশিত‌ করা‌ শুরু‌ করেন । 

১৯৮০ সনের‌ ২৫ সেপ্টেম্বর আচার্য জী‌ দেহত্যাগ‌ করেন ।


গ্রন্থরাজিঃ

1.‌ দেব যজ্ঞ মর্যাদা যথার্থ মে ক্যা হৈ ? 

 (১৯৪৯ সন)


2. গায়ত্রী মাতা ( ১৯৫১ সন )


3. অধ্যাত্ম সুধা (১৯৬০ সন)


4. মহাত্মা প্রভু আশ্রিত কা জীবন-চরিত [৩ ভাগ‌]  (১৯৬৩ সন)


5. বিরজানন্দ পরিচয় 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.