শাস্ত্রার্থ মহারথী পণ্ডিত শান্তিপ্রকাশ

 


      শাস্ত্রার্থ মহারথী পণ্ডিত শান্তিপ্রকাশ


খ্রিষ্ট তথা ইসলাম মতবাদের‌ মহান মর্মজ্ঞ বিদ্বান্‌ তথা শাস্ত্রার্থ কলায় নিষ্ণাত পণ্ডিত শান্তিপ্রকাশ জীর‌ জন্ম ১৯০৬ সনের ৩০শে নভেম্বর । 

পণ্ডিত জীর অধ্যয়ন‌ সম্পন্ন‌ হয় লাহোরে‌ শাস্ত্রার্থ‌ মহারথী পণ্ডিত বুদ্ধদেব জী বিদ্যালঙ্কার দ্বারা সঞ্চালিত পাণিনীয় পাঠশালায় । তদনন্তর তিনি দয়ানন্দ উপদেশক বিদ্যালয় থেকে “সিদ্ধান্তভূষণ” পরীক্ষা সম্পন্ন করেন। স্বামী স্বতন্ত্রানন্দ জীর প্রেরণায় তিনি পাঞ্জাবের আর্য প্রতিনিধি সভায় উপদেশক পদে‌ অবস্থান করে‌ তাঁর কার্য জীবনের প্রারম্ভ করেন । এই সময়কালে‌ তিনি অবৈদিক মতাবলম্বীদের শত‌ সংখ্যকের‌ও অধিক‌ শাস্ত্রার্থ করেন এবং বিজয়শ্রী অর্জন‌ করেন। পণ্ডিত জী আর্য প্রতিনিধি সভা পাঞ্জাবে “বেদ প্রচার” বিভাগের অধিষ্ঠাতা‌ও ছিলেন । তৎপশ্চাৎ স্বতন্ত্র রূপে ধর্ম-প্রচারে মনোনিবেশ করেন । বম্বের‌ আর্যসমাজ সান্তাক্রূজ পণ্ডিত‌ জীর ধর্মপ্রচার বিষয়ক সেবার‌ জন্য তাঁকে সম্মানিত তথা পুরস্কৃত করে। পণ্ডিত শান্তিপ্রকাশ জী পণ্ডিত লেখরাম জীর প্রণীত কয়েকটি গ্রন্থের অনুবাদ করেন, যা‌ আর্য পথিক গ্রন্থাবলী ১ম এবং ২য় ভাগে সংকলন‌ হয় এবং আর্য প্রতিনিধি সভা পাঞ্জাব থেকে ক্রমশঃ ১৯৬৩ সন তথা ১৯৭২ সনে প্রকাশিত হয় ।


গ্রন্থরাজিঃ


1. শাস্ত্রার্থ দর্পণ


2. মেরা ধর্ম মুঝে ক্যো প্যারা হৈ ?


3. শাস্ত্রার্থ অবতারবাদ


4. ঈসাঈ মত পোল প্রকাশ


5. আর্য সমাজ ঔর উসকী আবশ্যকতা


6. ঈসাইয়ত কী বাস্তবিকতা


7. ৬ মার্চ কী খূনী হোলী ( ১৯৫৫ সন )

 পণ্ডিত লেখরাম বলিদান বিষয়ক উর্দু পুস্তক 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.