পণ্ডিত ত্রিলোকচন্দ্র শাস্ত্রী

 

পণ্ডিত ত্রিলোকচন্দ্র শাস্ত্রী

পণ্ডিত ত্রিলোকচন্দ্র জীর‌ জন্ম পাঞ্জাবের পশ্চিমাঞ্চলের‌ দায়রা দীনপনাহ নামক গ্রামে । 

পণ্ডিত জীর পিতার নাম শ্রী কল্যাণদাস । তিনি মাধ্যমিক‌ শিক্ষা‌ সম্পন্ন করার‌ পর মুলতান জেলার‌ গুরুকুল বেট সোহনীতে প্রবিষ্ট হন । অমৃতসর নগরে‌ও কিছুকাল‌ তিনি অধ্যয়ন‌ করেন । তৎপশ্চাৎ তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বী. এ. (B.A.) পরীক্ষা সম্পন্ন করেন । প্রারম্ভ থেকেই শাস্ত্রীজী আর্যসমাজের সক্রিয় কার্যকর্তা তথা উপদেশক পদে কার্যরত থাকেন ।

হায়দরাবাদে আর্য সত্যাগ্রহে তাঁর অংশ প্রভাবপূর্ণ ছিল‌ । অনেক বর্ষ‌ আর্য প্রাদেশিক সভার মুখপত্র “আর্যজগৎ” পত্রিকার‌ সম্পাদনা কার্যে‌ নিযুক্ত‌ ছিলেন তিনি । লাহোরে‌ আর্যসমাজ অনারকলীর বার্ষিকোৎসবে তিনি রাষ্ট্রীয়তা‌ এবং রাষ্ট্রভাষা‌ বিষয়ে অত্যন্ত‌ প্রভাবপূর্ণ ব্যাখ্যান‌ দেন ।

বিভিন্ন গ্রন্থ‌ প্রণয়নের‌ পাশাপাশি পণ্ডিত‌ জী‌ সংস্কৃত ভাষায় কবিতা‌‌ও লিখেছেন । তাঁর পদ্যাত্মক রচনাবলী আর্যজগৎ বিশেষাঙ্কে প্রকাশিত হয় ।

১৯৮১ সনের‌ ২৯ ডিসেম্বর শাস্ত্রীজী দেহত্যাগ করেন।


গ্রন্থরাজিঃ


1.‌ হমারা রাষ্ট্র


2. হমারী রাষ্ট্রীয়তা এবং হমারী রাষ্ট্রভাষা


3. জীবন ঔর‌ মৃত্যু  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.