আচার্য প্রেমভিক্ষু ( ঈশ্বরীপ্রসাদ‌ প্রেম‌ )


      আচার্য প্রেমভিক্ষু ( ঈশ্বরীপ্রসাদ‌ প্রেম‌ )

নিষ্ঠাবান প্রচারক, কার্যকর্তা, লেখক এবং পত্রকার শ্রী প্রেমভিক্ষু জীর ( ঈশ্বরীপ্রসাদ প্রেম ) জন্ম মথুরার করবৈ ( দেবনগর ) নগরে‌ ১৯৮১ বিক্রমাব্দে।

আচার্য জীর‌ পিতার‌ নাম পুরুষোত্তমদাস । তিনি ছিলেন নিষ্ঠাবান আর্যসমাজী তথা কর্মকাণ্ডী । আচার্য জীর এম. এ. পরীক্ষা সম্পন্নে‌র পর‌ “সাহিত্য রত্ন” তথা “সিদ্ধান্তশাস্ত্রী” উপাধি‌ অর্জন করেন ।

তিনি মথুরার সক্রিয় আর্যসমাজী ছিলেন । ১৯৪২ সনে আচার্য জী মথুরার‌ আর্যসমাজ তিলকদ্বারের সদস্য হন । ১৯৪৯ সন থেকে ১৯৫৮ সন অবধি‌ মথুরার আর্য উপপ্রতিনিধি সভার মন্ত্রী পদে কার্যরত‌ থাকেন। ১৯৫৪ সনে তিনি ‘তপোভূমি’ নামক‌ মাসিক পত্রিকার প্রকাশন আরম্ভ করেন। ১৯৬০ সনে আচার্য জী “বিরজানন্দ বৈদিক সাধনাশ্রম” স্থাপনা করেন তথা এই আশ্রমের‌ মাধ্যমে বৈদিক পরিবার নির্মাণ তথা বৈদিক প্রচারক নির্মাণ কার্যের শুভারম্ভ করেন । ১৯৭৮ সনে তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ‌ করেন এবং প্রেমভিক্ষু নামে প্রসিদ্ধ‌ হন‌ ।


গ্রন্থরাজিঃ 

1. পণ্ডিত সন্তরাম প্রণীত শুদ্ধ রামায়ণ গ্রন্থের সম্পাদনা


2. শুদ্ধ কৃষ্ণায়ন


3. শুদ্ধ মহাভারত


4.মানস পীযুষ 

(রামচরিত মানস গ্রন্থের‌ সংক্ষিপ্ত সম্পাদিত সংস্করণ)


5. সুমঙ্গলী (বৈদিক বিবাহ পদ্ধতি)


6. রামায়ণ- এক সরল অধ্যয়ন


7. নিত্যকর্মবিধি (সম্পাদিত গ্রন্থ)


8. দাদী পোতী কী বাতে


9. গায়ত্রী গৌরব


10. বিষপান- অমৃতদান


11. বৈদিক স্বর্গ কী ঝাঙ্কিয়া


12. যোগদর্শন (সম্পাদিত)


13. পারিবারিক কহানিয়া


14. সঙ্গীত রত্নাকর (সম্পাদিত)


15. রাষ্ট্র নির্মাণ গীতাঞ্জলি (সম্পাদিত)


16. অধ্যাত্ম গীতাঞ্জলি (সম্পাদিত)


17. শিব গীতাঞ্জলি (সম্পাদিত)


18. পর্বচন্দ্রিকা (পূর্বাদ্ধ এবং উত্তরাদ্ধ, সম্পাদিত)


19. শুদ্ধ হনুমানচ্চরিত


20. শুদ্ধ সত্যনারায়ণ কথা


21. মহাভারত – এক সরল অধ্যয়ন


22. শুদ্ধ মনুস্মৃতি


23. ভারতবর্ষ কা শুদ্ধ ইতিহাস


24. চার মিত্রো কী বাতে


25. বোধ কথায়ে (সম্পাদিত)


26. আর্যসমাজ ঔর মানব নির্মাণ


27. শ্রীকৃষ্ণ সন্দেশ


28. রামায়ণ কাল


29. রাম ভক্তি রহস্য


30. বাল শিক্ষা


31. যজ্ঞময় জীবন (সাত মন্ত্রের ব্যাখ্যা)


32. আচার্য শ্রীরাম শর্মা : এক সরল চিন্তন (গায়ত্রী পরিবারের সংস্থাপক শ্রীরাম শর্মা পাখণ্ড খণ্ডন )


33. দয়ানন্দ স্মৃতি গ্রন্থ সম্পাদন ( ১৯৮৩ সন )


34. মীল কে পত্থর


35. বাল ধর্মশাস্ত্র


36. বাল মনুস্মৃতি


37. বাল গীতাঞ্জলি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.