স্বামী আনন্দবোধ সরস্বতী


           স্বামী আনন্দবোধ সরস্বতী


আর্য জগতের বিখ্যাত নেতা তথা কার্যকর্তা আনন্দবোধ‌ ( লালা‌ রামগোপাল ) জীর‌ জন্ম ১৯০৯ সনে কাশ্মীর প্রদেশের অনন্তনাগ নগরে‌ ।

স্বামী জী মূলতঃ অমৃতসর নিবাসী ছিলেন । তাঁর পিতার নাম লালা নন্দলাল । ১৯২৭ সনে‌ স্বামী জী দিল্লিতে‌ আসেন এবং আর্যসমাজের সদস্য হন । তাঁর প্রেরণা‌র‌ স্রোত আর্য‌ জগতের‌ বিখ্যাত‌ তার্কিক‌ বিদ্বান্‌ পণ্ডিত রামচন্দ্র দেহলবী জী‌ । কালান্তরে তিনি আর্যসমাজ দী‌ওয়ানহালের মন্ত্রী এবং প্রধান পদে‌ অবস্থান করে বিবিধ সামাজিক কার্যে কার্যরত‌ থাকেন । তিনি পাঞ্জাবের আর্য প্রতিনিধি সভায় কয়েক বর্ষ অন্তরঙ্গ সভাসদ পদে অবস্থান‌ করেন । সার্বদেশিক সভার উপমন্ত্রী তথা উপপ্রধান পদে‌ও কার্যরত‌ করেন । 

স্বামীজী‌ ছিলেন উচ্চকোটির ব্যাখ্যাতা, সংগঠক তথা কার্যকর্তা । মহান‌ বিদ্বান্‌ স্বামী সর্বানন্দজী জীর‌ নৈকট্যে সন্ন্যাস দীক্ষা গ্রহণ‌ করেন এবং আনন্দবোধ নামে বিখ্যাত‌ হন ।


গ্রন্থরাজিঃ 


1.পূজা কিসকী কী ? 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.