৮টি গল্প ও ৮টি সত্য কি কি ?

 

 
মহর্ষি দয়ানন্দ সরস্বতী কথিত - 

  • ৮টি গল্প


১. মানব রচিত সমস্ত গ্রন্থ ও ব্রহ্মবৈবর্ত আদি পুরাণ
২. দেবতা-বুদ্ধিতে পাথর ইত্যাদির পূজা


৩. শৈব, শাক্ত ও রামানুজাদি বৈষ্ণব সম্প্রদায়
৪. তন্ত্রগ্রন্থ, বামমার্গ ইত্যাদি
৫. মদ্য, ভাঙ্ ইত্যাদি মাদকদ্রব্য সেবন
৬. ব্যভিচার করা
৭. চুরি করা
৮. ছলনা , কপটতা, অহংকার, মিথ্যা ইত্যাদি

  • ৮টি সত্য

১. ঋগ্বেদাদি ঈশ্বরকৃত চারটি বেদ এবং ঋষিকৃত অন্যান্য ২১ টি গ্রন্থ।
২. ব্রহ্মচর্য আশ্রমে থেকে গুরুর সেবা করা এবং স্বধর্মানুষ্ঠানপূর্বক বেদ অধ্যয়ন
৩. বেদোক্ত বর্ণাশ্রমধর্ম এবং সন্ধ্যাবন্দন, অগ্নিহোত্র ইত্যাদি পালন করা
৪. ধর্মশাস্ত্রে যেমন ঋতু প্রভৃতি নিয়ম  দ্বারা গৃহস্থ-ধর্ম লেখা রয়েছে সেটি অনুযায়ী চলা । পঞ্চমহাযজ্ঞ ও শ্রৌত-স্মার্ত কর্ম করা
৫. শম, দম, তপস্যা ধারণ , যম আদি দ্বারা সমাধি পর্যন্ত উপাসনা এবং সৎসঙ্গপূর্বক বানপ্রস্থাশ্রম পালন করা
৬. বিচার, বিবেক, বৈরাগ্য, পরাবিদ্যার অভ্যাস এবং অনুশীলন করা । সন্ন্যাস গ্রহণ করে সকল কর্মের ফলের ইচ্ছা ত্যাগ করা
৭. জন্ম-মৃত্যু, আনন্দ-দুঃখ, কাম-ক্রোধ, লোভ-আসক্তি ও সঙ্গ-ত্রুটি ত্যাগের আচরণ করা
৮. অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ অভিনিবেশরূপ ক্লেশসমূহ এবং তমস্-রজস্-সত্ত্ব গুণ থেকে নিবৃত্তি লাভ করে পঞ্চমহাভূতের অতীত ব্রহ্মকে লাভ করা । 

পণ্ডিত লেখরামকৃত জীবনচরিত পৃষ্ঠা ৮৫

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.