মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দেহত্যাগের পর যে যে পত্রিকা শ্রদ্ধাঞ্জলী জানিয়েছিলো

 


মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দেহত্যাগের পর যে যে পত্রিকা শ্রদ্ধাঞ্জলী জানিয়েছিলো  -

  • পশ্চিমোত্তর প্রদেশের পত্রিকা

হিন্দী প্রদীপ মাসিক প্রথম ভারতবন্ধু সাপ্তাহিক, অলীগঢ়, শুভচিন্তক মাসিক সহজপুর, বনারস গজট সাপ্তাহিক, বনারস, বদায়ূং সমাচার, হিন্দুস্তানী, নসীমহিন্দ, বুন্দেল কেসরী, ক্ষত্রিয়হিতকারী, বনারস, অবধ অখবার লখনঊ, (উর্দূ দৈনিক 8 নভেম্বর 1883 )



  • মধ্যপ্রদেশ

বিলাসপুর সমাচার

  • পাঞ্জাবের পত্রিকা

দেশোপকারক (উর্দূ) সাহীর, ট্রিন দৈনিক লাহৌর (3 নবম্বর 1883) বিক্টোরিয়া পেপর স্পাকোট, পঞ্জাবামা রাবলপিণ্ডী, (10 নভেম্বর 1883 ) কোহিনূর লাহৌর, আফতাব পঞ্জাব লাহৌর, জ্ঞানপ্রদায়িনীপত্রিকা, লাহৌর (নবীনচন্দ্র রায় দ্বারা সম্পাদিত) অঞ্জুমন, লাহৌর ।


  • মুম্বাই প্রদেশের পত্রিকা

ইণ্ডিয়ন স্পীকর বম্বঈ- সম্পাদক বহরামজী মালাবারী (18 নভেম্বর 1883), দৈনিক সমাচার বম্বঈ (2 নভেম্বর 1883), সুবোধ পত্রিকা বম্বঈ, যজদানপরস্ত বম্বঈ, সন্মার্গ দীপিকা বম্বঈ, জামে জমশেদ দৈনিক, বম্বঈ (2 নভেম্বর (1883) রাস্ত গুফ্তার (সত্যবক্তা) বম্বঈ ( 4 নভেম্বর 1883), গুজরাতমিত্র সূরত ( 11 নভেম্বর 1883), বর্তমানসার, সূরত সূর্যপ্রকাশ, সূরত, বিজ্ঞান বিশ্বাস (গুজরাতী মাসিক) রাজকোট (ডিসেম্বর1883) কেসরী পূনা (সম্পাদক গঙ্গাধর তিলক)

  • মাদ্রাজের পত্রিকা

হিন্দূ আব্জর্বর মদ্রাস (8 নভেম্বর 1883), থিঙ্কর, মদ্রাস (11 নভেম্বর 1883) হিন্দূ, মদ্রাস । 


  • বিহার ও বঙ্গের পত্রিকা

বঙ্গালী কলকত্তা (3 নভেম্বর 1883) সুরেন্দ্রনাথ বনর্জী দ্বারা সম্পাদিত, ইণ্ডিয়ন এম্পায়র কলকত্তা (4 নভেম্বর 1883), হিন্দূ পেট্রিয়ট কলকত্তা (8 নভেম্বর 1883), ইণ্ডিয়ন ক্রানিকল কলকত্তা, বঙ্গাল পব্লিক ওপিনিয়ন কলকত্তা ( 8 নভেম্বর 1883), লিবরল, কলকত্তা ( 11 নভেম্বর 1883 ), ইণ্ডিয়ন মৈসেঞ্জর কলকত্তা ( 11 নভেম্বর 1883 ), এজ্যূকেশন গজট কলকত্তা, বঙ্গবাসী কলকত্তা, সঞ্জীবনী কলকত্তা, ইঙ্গ্লিশ ক্রানিকল বাঙ্কীপুর, পটনা (5 নভেম্বর 1883)।



  • আর্যসামাজিক পত্রিকা

1. আর্যদর্পণ মাসিক, শাহজহাম্পুর
2. আর্যসমাচার (উর্দূ) মেরঠ
3. ভারতসুদশাপ্রবর্তক মাসিক, ফর্রূখাবাদ (অক্টোবর-নভেম্বর, 1883)
4. দেশহিতেষী, আজমের
5. The Arya Magazine লাহৌর নভেম্বর 1883 আর. সী. বেরী দ্বারা সম্পাদিত।
6. Regenerator of Aryavarta লাহৌর পণ্ডিত গুরুদত্ত দ্বারা সম্পাদিত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.