সাবরকর প্রতিদিন ' সত্যার্থ প্রকাশ ' পাঠ করতেন কেন ?

 


 ' সত্যার্থ প্রকাশ ' গ্রন্থটি পড়ার দিকে আমি প্রতিদিন বিশেষভাবে নজর দিতাম । রাজবন্দিদের সেটি বারংবার পড়াতাম । এতে কোন সন্দেহ নেই যে, দয়ানন্দের এই গ্রন্থ কিছু তৎকালীন সংগ্রামে উড়ন্ত ধুলো-ধোঁয়ার অংশ বাদ দিয়ে এক অদম্য তথা নির্ভীক প্রচারকই ছিলো, যা মনে হিন্দু সংস্কৃতির উচ্চ তত্ত্ব অঙ্কিত করার মাধ্যমে হিন্দুধর্মের রাষ্ট্রীয় স্বরূপ ব্যক্ত করতো । 

  - বিনায়ক দামোদর সাবরকর [ মেরা আজীবন কারাবাস, পৃষ্ঠা ৪২২ ]

 



 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.