পণ্ডিত বিনায়করাব বিদ্যালঙ্কার

 

পণ্ডিত বিনায়করাব বিদ্যালঙ্কার


পণ্ডিত বিনায়করাব জীর জন্ম ১৮৯৬ সনের ৩রা ফ্রেব্রুয়ারি উস্মানাবাদে ।

 তাঁর পিতার নাম শ্রী‌ কেশবরাও কোরটকর‌। তাঁর পিতা‌ ছিলেন‌ হায়দ্রাবাদের‌ প্রসিদ্ধ আর্য নেতা‌ । তাঁর শিক্ষা সম্পন্ন হয় গুরুকুল কাঁগড়ীতে । উক্ত‌ গুরুকুল হতে তিনি ১৯১৮ সনে  “বিদ্যালঙ্কার” উপাধি প্রাপ্ত হন । তৎপশ্চাৎ তিনি এল. এল. বি. তথা ইংল্যান্ড থেকে ব্যারিস্টার অ্যাট‌ ল' (Barrister-at-law)  সম্পন্ন করেন তথা আইনজীবী পেশায় প্রবেশ করেন । 

তিনি অনেক বর্ষ হায়দ্রাবাদের আর্য‌ প্রতিনিধি সভার প্রধান পদে কার্যরত ছিলেন  তথা হায়দ্রাবাদের আর্য সত্যাগ্রহে সর্বাধিকারী হন  । গুরুকুল বিশ্ববিদ্যালয় কাঁগড়ী থেকে তিনি “বিদ্যামার্তণ্ড”  উপাধি প্রাপ্ত হন তথা‌  হায়দ্রাবাদ রাজ্যের বিধানসভার সদস্য এবং  রাজ্য মন্ত্রীমণ্ডলে মন্ত্রী (১৯৫১-৫৩ সন) পদে‌ও ছিলেন ।


১৯৬২ সনের‌ ৩রা‌ সেপ্টেম্বর‌ পণ্ডিত জী দেহত্যাগ‌ করেন । 


গ্রন্থরাজিঃ


1.চাবুক (কথা সংগ্রহ),


2. আব্রাহাম লিঙ্কন (জীবনী) 


3.সাপ্তাহিক আর্য ভানু পত্রিকার সম্পাদন (১৯৪৬-৫২ সন‌)


-- বিদুষাং বশংবদঃ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.