স্বামী ব্রহ্মানন্দ‌ সরস্বতী


            স্বামী ব্রহ্মানন্দ‌ সরস্বতী‌ 

মহান শাস্ত্রার্থ মহারথী স্বামী দর্শনানন্দ‌ জীর‌ অনুজ ভ্রাতা‌ কর্তারাম, যিনি‌ সন্ন্যাস‌ আশ্রম‌ গ্রহণ করে স্বামী ব্রহ্মানন্দ নামে বিখ্যাত হয়েছেন ।

স্বামীজী লখনৌ এর দিগ্বিজয়গঞ্জে ১৮৯৩ সনের‌ মার্চ‌ মাসে‌ “বৈদিক পুস্তক প্রচারক ফান্ড” স্থাপনা করেন । এই ফান্ডের মাধ্যম অত্যন্ত‌ প্রসিদ্ধ‌ সাহিত্য‌ সমূহ প্রকাশিত হয়েছে ।

 মেরঠ থেকে 'ভারতোদ্ধার' নামক মাসিক পত্রিকা‌র প্রকাশন কার্যে‌‌ও নিযুক্ত‌ ছিলেন ।


গ্রন্থরাজিঃ


1.‌ নীতি শিক্ষাবলী [ ১ম ভাগ‌ ] (১৮৯৩ সন‌)

স্বামী ব্রহ্মানন্দ কৃত নীতি বিষয়ক ৫০ উপদেশের সংগ্রহ 


2. আর্যাবর্ত কা চক্রবর্তী রাজ্য (১৯৯৩ বিক্রমাব্দ)


3. ঈসাঈ মত খণ্ডন 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.