মহর্ষি দয়ানন্দ না থাকলে আমার জীবন নষ্ট হয়ে যেতো - পদ্মশ্রী ড. সুকামা আচার্যা


২০২৩ সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন হরিয়াণার বিশ্ববারা কন্যা গুরুকুল রুড়কীর প্রধান ড. সুকামা আচার্যা । পৌরাণিক স্মার্ত রূঢ়বাদী পরম্পরায় যেখানে নারীদের বেদপাঠের অধিকার প্রদান করা হয় না এমন প্রতিকূল পরিবেশে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজীর আজ্ঞাকে শিরোধার্য করে তিনি কন্যা গুরুকুলের কাজ শুরু করেন । ৫ জন ছাত্রী নিয়ে শুরু করা গুরুকুলে ৩০ বছর এখন ৯০০ ছাত্রী উত্তীর্ণ হয় ।
 

 
 
 
১৯৬১ সালে গুরুকুল কাংড়ি থেকে তিনি স্নাতক শেষ করেন । নারীদের শিক্ষা কল্পে তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত ধারণ করেন । তিনি ও আচার্যা সুমেধা ১৯৮৮ সালের ৬ মার্চ এই গুরুকুল স্থাপন করেন । বর্তমানে ১২ একরে স্থাপিত এই গুরুকুলে ১৫ জন শিক্ষিকা আছে প্রতি ১৫০ জন ছাত্রীর জন্য । গড়ে ৯০০ ছাত্রী ৪ টি ছাত্রীনিবাসে থেকে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজীর পুনঃপ্রবর্তিত আর্ষ পরম্পরায় বৈদিক শিক্ষা লাভ করছে । ৬১ বছর বয়সে তিনি এখনো পুরাতন স্মৃতি রোমন্থন করে আবেগপ্রবণ হয়ে পড়েন । 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.