আচার্যা‌ শ্রীমতি‌ নির্মলা‌ মিশ্রা

 


      আচার্যা‌ শ্রীমতি‌ নির্মলা‌ মিশ্রা


য়ল্লালিতাঃ অনুদিনং শিশবশ্চ ভৃত্যাঃ । 

সম্ভাষণে ব্যবহরন্তি জনুঃ-প্রভৃত্যা ॥ 

'কল্পদ্রুম' স্য শুভ-সৌরভমাকিরন্তী ।

দেবী সুসংস্কৃতগিরা খলু 'নির্মলে' য়ম্ ॥

আর্ষ শাস্ত্রের অভূতপূর্ব বিদুষী, আর্য জগতের‌ বিখ্যাত‌ বিদ্বান্ তথা‌ প্রৌঢ়‌ পণ্ডিত বিশুদ্ধানন্দ জীর‌ সহধর্মিণী শ্রীমতী নির্মলা জীর‌ জন্ম ১৯৩১ সনের ২১ জুন ।

তাঁর পিতার নাম শ্রী ব্রজনারায়ণ শর্মা তথা মাতার নাম শ্রীমতী সুখদেবী । আচার্যা‌ জী সমগ্র‌ সংস্কৃত তথা দর্শন শাস্ত্রে এম. এ. ডিগ্রী‌ প্রাপ্ত হন । এছাড়া পুরাণেতিহাস তথা সাহিত্য বিষয়েও আচার্য পরীক্ষায়‌ উত্তীর্ণ হন । অনেক বর্ষ যাবৎ বদায়ু নগরে স্থিত 'পার্বতী আর্য কন্যা' কলেজে‌ প্রধানাচার্যা পদে নিযুক্ত ছিলেন । 

প্রসিদ্ধ অদ্বৈতবাদী হরিহরানন্দ সরস্বতীর (করপাত্রী) নির্দেশে লিখিত‌ মিথ্যাচারে পরিপূর্ণ বেদার্থ-পারিজাত গ্রন্থের‌ খণ্ডনে‌ বৃহৎ‌ এবং বিস্তৃত‌ গ্রন্থ‌ আচার্য বিশুদ্ধানন্দ মিশ্র জীর প্রণীত‌ 'বেদার্থ-কল্পদ্রম' এর মূল‌ সংস্কৃত‌ গ্রন্থের হিন্দি ভাষান্তর করেন আচার্যা‌ নির্মলা জী‌ ।


-- বিদুষাং বশংবদঃ 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.