আচার্য‌ বিশুদ্ধানন্দ মিশ্র 'শাস্ত্রী'

আচার্য‌ বিশুদ্ধানন্দ মিশ্র 'শাস্ত্রী'


  বেদ-জ্ঞাননিধিঃ সুধীঃ শুচিমতির্বেদাঙ্গ-নদ্যম্বুধিঃ।

শ্রানন্দান্ত-বিশুদ্ধ-মিশ্র পদবী নাম্না ধৃতা যেন সঃ॥ 

বেদার্থস্য ফল প্রদান- নিরতঃ 'কল্পদ্রুমা' ন্নৈজকাৎ। 

সদ্ধর্মশ্রুতিশাস্ত্র - চিন্তনফলং দদ্যাৎ শতং শারদম্॥



মহা-বিদ্বান্, শাস্ত্রার্থ মহারথী আচার্য বিশুদ্ধানন্দ মিশ্র জীর জন্ম ১৯২৪ সনের ২৪ নভেম্বর‌ বদায়ু জেলার পূঠী গ্রামে ।

তাঁর পিতার নাম পণ্ডিত শ্রী অযোধ্যাপ্রসাদ তথা মাতার নাম শ্রীমতি ললিতা দেবী । আচার্য‌ জী সমগ্র‌ আর্ষ শাস্ত্রের উচ্চ কোটির পারঙ্গম বিদ্বান্ ছিলেন । গুরুকুল বৃন্দাবনের কুলপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি ।



গ্রন্থরাজিঃ 


1.‌ বেদার্থ‌-কল্পদ্রুম (১৯৮৪ সন)

 প্রসিদ্ধ‌ অদ্বৈতবাদী হরিহরানন্দ সরস্বতীর (করপাত্রী) নির্দেশে বেদার্থ-পারিজাত নামক গ্রন্থ, যে‌ গ্রন্থে মহর্ষি দয়ানন্দ জীর স্বীকৃত বৈদিক সিদ্ধান্তের বিরুদ্ধে মিথ্যাচারপূর্ণ‌ আক্ষেপ করা হয়েছে, উক্ত‌ গ্রন্থের বিস্তৃত‌ এবং বৃহৎ খণ্ডনে‌ সপ্রমাণতার‌ সহিত‌ 'বেদার্থ-কল্পদ্রুম' গ্রন্থ‌ আচার্য‌ জী‌ প্রণয়ন করেন । এই গ্রন্থকে সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা  'দয়ানন্দ পুরস্কার' দ্বারা সম্মানিত করে । প্রসিদ্ধ বিদ্বান্ ওমানন্দ সরস্বতী জী‌ও আচার্য‌ জীকে‌ এই মহৎ কার্যের‌ জন্য তৎকালীন সময়ে ১১১১ রুপি দ্বারা সম্মান প্রদান করেন । আর্যসমাজ কলকতা তথা আর্ষ সাহিত্য প্রচার ট্রাস্ট, দিল্লী থেকে‌ও আচার্য বিশুদ্ধানন্দ জীকে বিবিধ‌ পুরষ্কারে পুরস্কৃত করে ।  


2. আর্য বিদ্বৎপঞ্চকাভিনন্দনম্ [সম্পাদন] (১৯৭৩সন)




-- বিদুষাং বশংবদঃ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.