পণ্ডিত চন্দ্রমণি বিদ্যালঙ্কার


    পণ্ডিত চন্দ্রমণি বিদ্যালঙ্কার


মহর্ষি দয়ানন্দ জীর অনন্য‌ ভক্ত‌, নিরুক্তের প্রসিদ্ধ ভাষ্যকার পণ্ডিত চন্দ্রমণি জী‌র জন্ম ১৮৯১ সনের ১৬ই সেপ্টেম্বর জালন্ধর প্রদেশের দেহরাদূন নগরে।

 তাঁর পিতার নাম শ্রী শালিগ্রাম । গুরুকুল‌ কাঁগড়ীর স্থাপনা‌র প্রথমদিকেই তিনি অধ্যয়ন শুরু করেন । ১৯১৪ সনে তিনি গুরুকুল কাঁগড়ী থেকে 'বিদ্যালঙ্কার' পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উপাধি প্রাপ্ত হন । তৎপশ্চাৎ গুরুকুল কাঁগড়ীতেই তিনি 'বেদোপাধ্যায়' পদে নিযুক্ত হন এবং ব্রহ্মচারীদের‌ পাঠ-দানের দায়িত্ব নেন । পণ্ডিত চন্দ্রমণি জীর‌ তিন পুত্র এবং দুই কন্যা‌ । পুত্রগণের নাম শ্রী সুমেধ কুমার গুপ্তা, শ্রী সুরেন্দ্র কুমার গুপ্তা এবং শ্রী সুরেশ কুমার গুপ্তা। শ্রী সুরেন্দ্র কুমার গুপ্তা জীর পত্নীর নাম শ্রীমতী বিদ্যাবতী । দেহরাদূন নগরে‌ তিনি 'হিন্দি সাহিত্য‌ সদন' নামে একটি সংস্থা স্থাপনা করেন । এ ছাড়া তিনি ভাস্কর নামে‌ একটি প্রেস‌ও স্থাপনা করেন । এই প্রেস থেকে তাঁর অনেক প্রসিদ্ধ সাহিত্য মুদ্রণ হয়ে প্রকাশিত হয়েছে। 

১৯৬৫ সনের ৩০শে জুন তিনি দেহত্যাগ করেন ।


গ্রন্থরাজিঃ


1.‌ বেদার্থ দীপক (নিরুক্তভাষ্য) 

 এই গ্রন্থের মুখ্য বিশেষতা, প্রতিটি মন্ত্রের বিস্তৃত অর্থ মহর্ষি দয়ানন্দ প্রতিপাদিত বেদার্থ শৈলীতে করেছেন । পুস্তকের প্রথম সংস্করণ ১৯২৬ সনে প্রকাশিত হয় । আর্ষ কন্যা গুরুকুল নরেলা, দিল্লি থেকে পুস্তকের নতুন সংস্করণ ২০৩৩ বিক্রমাব্দে প্রকাশিত হয় ‌।


2. শ্রীমদ্‌বাল্মীকীয় রামায়ণ-ধারাবাহী অনুবাদ (১৯৫১ সন) [ ৩ খণ্ড ]


3. মহর্ষি পতঞ্জলি ঔর তৎকালীন ভারত (১৯১৪ সন)


4.স্বামী দয়ানন্দ কা বৈদিক স্বরাজ্য (১৯২২ সন)


5. স্বামী দয়ানন্দ কে সত্য, অহিংসা কে প্রয়োগ (১৯৪৬ সন) 


6. বেদার্থ করনে কী বিধি (১৯১৬ সন) 


7. স্বামী দয়ানন্দ কে যজুর্বেদ ভাষ্য কী বিষয়ানুক্রমণিকা (১৯১৭ সন)


8. আর্ষ মনুস্মৃতি ( প্রক্ষিপ্ত শ্লোক রহিত টীকা),


9. কল্যাণ পথ (গীতা ভাষ্য)


10. ধম্মপদ টীকা 


-- বিদুষাং বশংবদঃ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.