বিধর্মীদের শুদ্ধি প্রসঙ্গে মহর্ষি দয়ানন্দ সরস্বতী




 ❝ শুদ্ধি প্রসঙ্গে মহর্ষি দয়ানন্দ সরস্বতী ❞ 

প্রশ্নঃ যদি কোন ব্রাহ্মণ, বৈশ্য বা অন্য জাতপাতের ব্যক্তি হিন্দুধর্মে থেকে লাভ-ক্ষতি না বুঝে কিংবা অন্য মানুষের কথা শুনে মুসলমান বা খ্রিস্টান হয়ে যায় এবং তার পরে যদি সেই ব্যক্তি স্বীয় অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী হয় তাহলে তাকে নিজেদের মধ্যে সম্মিলিত করে নেওয়া উচিত নাকি অনুচিত ?

উত্তরঃ

 নিঃসন্দেহে , যদি সে স্বীয় অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী হয় তবে সমাজের উচিত তাকে নিজেদের মধ্যে গ্রহণ করা । 

 



 [ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জীবন চরিত্র , পৃষ্ঠা ২৮৮ ]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.