দয়ানন্দবীরো যতির্ভাতু শশ্বৎ



(১)

দয়ানন্দবীরো যতির্ভাতু শশ্বদ্

গুণানাং নিধির্বেদ-শাস্ত্রোপদেষ্টা ।

সদা সংয়মে রক্তধীর্ধীর-চেতাঃ 

বরেণ্যঃ শরণ্যো মুনিঃ সাধুবৃত্তঃ ॥ দয়ানন্দ০ ॥


( ২ ) 

সদা ধর্মভক্তঃ সদা দেশভক্তঃ

সদা দীন-হীনাঽঽর্তি-নাশানুরক্তঃ ।

স্বদেশব্রতো দেশভক্ত্যেক-মূর্তিঃ

স্বদেশাভিমানেন সন্দোপ্তমূর্তিঃ ॥ দয়ানন্দ০ ॥


( ৩ )

সদা দেশচিন্তা, সদাঽনাথ - চিন্তা

দরিদ্রাতুরাণাং সমুদ্ধার-চিন্তা ।

গবাং যোষিতাং দুঃখ-নাশস্য চিন্তা 

সদা যস্য চিত্তে স দেবো বদান্যঃ ॥ দয়ানন্দ০ ॥


( ৪ )

ন যস্যাস্তি চিত্তে ভয়ানাং বিভীতিঃ

ন রোষাগ্নি- দাহো ন বা শোক- শোষঃ । 

ন যত্রাস্তি চিন্তা স্বদেহস্য জাতু 

সদা দেশচিন্তা-নিমগ্নঃ স ধন্যঃ ॥ দয়ানন্দ০ ॥


( ৫ )

ঋষীণাং মুনীনাং সদাঽঽদর্শ-পাতা

স্ববিত্তস্য দাতা, স্বদেহস্য দাতা । 

সদা মাতৃভূমেঃ সুরক্ষাঽনুরক্তো

বিদেশীয়-ধর্মে প্রহারানুরক্তঃ ॥ দয়ানন্দ০॥

(৬)

সদৈবাঽঽঙ্গ্লভাষাং সৃতিং খণ্ডয়ন্ সঃ,

সদা ভারতীয়ং মতং মণ্ডয়ন্ সঃ । 

চরিত্রাভিমানং সদা দর্শয়ন্ সঃ 

স্বদেশানুরাগে রতো ধর্ম-ধুর্যঃ ॥ দয়ানন্দ০ ॥


( ৭ )

স্বদেশীয়-রাজ্যং মতং সর্বশ্রেষ্ঠং

বিদেশীয়-রাজ্যং সদাঽনর্থকারি । 

স্বদেশীয় - রাজ্যে সুখং শান্তিরিষ্টা 

সদা স্বাভিমানং বিকাসোন্নতী চ ॥ দয়ানন্দ০ ॥


( ৮ )

কুরীতিঃ সদা দুঃখদ্বন্দ্বাদি-কর্ত্রী 

কুনীতিঃ সদা মানবাঽঽচার- হর্ত্রী । 

সদৈবাঽন্ধবিশ্বাস-মূলা অনর্থাঃ

বদন্ দেশহেতোঃ পপৌ যো বিষং চ ॥ দয়ানন্দ০ ॥


( ৯ )

সদা যোষিতাং মান-রক্ষাঽবসক্তঃ

সদা দেশ- স্বাতন্ত্র্য কার্যানুরক্তঃ । 

সদা আর্য-ধর্ম-প্রচারানুরাগী 

বিরাগী ব্রতী বিশ্ববন্ধুত্ব -মানী ॥ দয়ানন্দ০ ॥


( ১০ )

মুদা দুঃখজাতং প্রসেহে পরার্থং

জহৌ দেশহেতোঃ সুখং চার্থজাতম্ ।

সদা ক্রান্তি-সন্দেশদং তং নতোঽহং

সদা মাতৃভূ-দত্ত-চিত্তং শ্রিতোঽহম্ ॥ দয়ানন্দ০ ॥

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.