মহর্ষি দয়ানন্দের প্রবচন শুনে এক মৌলবির সনাতন ধর্ম গ্রহণ

 

ফিরোজপুর‌ অবস্থানকালে‌ মহর্ষি দয়ানন্দ জী তিনটি মহত্ত্বপূর্ণ ব্যাখ্যান দেন– বেদের‌ মহত্ত্ব, ব্রহ্মচর্যের মহত্ত্ব‌ এবং বৈদিক সন্ধ্যোপাসনা বিষয়ে‌ ।
তৃতীয় ব্যাখ্যান দিবসে মহারাজ (মহর্ষি দয়ানন্দ জী) বলেন,

 "আমি যদি‌ কেবল 'ও৩ম্' শব্দের ব্যাখ্যা করতে থাকি, তাহলে তা‌তে কয়েক দিন বা কয়েক ঘণ্টা সময় অতিবাহিত হবে ।" 

অতঃ তিনি 'ও৩ম্' শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যান দিয়ে 'সন্ধ্যা' বিষয়ে ব্যাখ্যান দেওয়া আরম্ভ করেন এবং গায়ত্রী মন্ত্রের এমন অভূতপূর্ব ব্যাখ্যান দেন‌ যে‌, সভায় উপস্থিত একটি সরকারি বিদ্যালয়ের ফারসি ভাষার‌ অধ্যাপক মৌলবি মুহম্মদ‌ উদ্দিন এতোটা গম্ভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যে‌, তিনি সেই সময়ে‌ই পূর্ণ সভাতে‌ দাঁড়িয়ে সবার সামনে বলেন, 

যা স্বামীজি ব্যাখ্যানে বললেন, যদি এটিই গায়ত্রী মন্ত্রের‌ অর্থ হয়, তাহলে আমি এরপর থেকে নামাজ ত্যাগ‌ করে সন্ধ্যা-ই করবো ।


'[ তথ্যসূত্র:- পণ্ডিত ঘাসীরাম লিখিত ' মহর্ষি‌ দয়ানন্দ সরস্বতী কা জীবন-চরিত‌ ; দ্বিতীয় ভাগ। সংস্করণ: ১৯৩৩ সন‌ ]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.