বাল-ব্রহ্মচারী‌ পণ্ডিত অখিলানন্দ, ঝরিয়া

 


বাল-ব্রহ্মচারী‌ পণ্ডিত অখিলানন্দ, ঝরিয়া 


বাল্মীকি রামায়ণের মর্মজ্ঞ বিদ্বান্‌ পণ্ডিত অখিলানন্দ জী উত্তর প্রদেশের জৌনপুর জনপদের অন্তর্গত পবিত্র গোমতী তট-স্থিত পটখৌলী গ্রামের 'পাঠক' ব্রাহ্মণকূলে পণ্ডিত বাবুরাম জী পাঠকের গৃহে ১৮৮৪ সনের ১লা আগষ্ট জন্মগ্রহণ করেন

 তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার নাম শ্রী মহানন্দ জী পাঠক ; তিনি সন্ন্যাসী ছিলেন । তাঁর পিতামহ পণ্ডিত রামকুবের জী প্রসিদ্ধ বিদ্বান্ এবং সমাজসেবী ছিলেন। তাঁর সুপুত্র পণ্ডিত বাবুরাম জী পাঠক ভারদ্বাজ গোত্রীয় মাধ্যন্দিন-শাখীয় যজুর্বেদী ব্রাহ্মণ ছিলেন। বেদের প্রতি তাঁর অপূর্ব নিষ্ঠা এবং শ্রদ্ধা ছিলো । তাঁর সান্নিধ্যে‌ই বালক রামানন্দের ( ব্রহ্মচারী জীর বাল্য‌ নাম) পালন-পোষণ তথা অধ্যয়ন কার্য সম্পন্ন‌ হয়। পণ্ডিত জী‌ ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হ‌ওয়ার‌ পর‌ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন‌ । 

এক বর্ষ একাকী অধ্যয়নের‌ দরুন তাঁর মনে বৈরাগ্যতার ভাব ফুটে উঠে এবং গৃহত্যাগ‌ করে ' ভুসাবল‌ ' নগরে‌ গমন করেন । তৎকালীন সময়ে সেখানে রেলওয়ে ইঞ্জিন মেরামতের সুপ্রসিদ্ধ কারখানা ছিলো । সেই কারখানার প্রধানের‌ সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তাঁর প্রতিভার‌ পরিচয় কারখানার‌ কর্মচারীদের মাধ্যমে ইংরেজ‌ ব্যক্তি 'ফোরমৈন' প্রাপ্ত হন । তৎপশ্চাৎ তিনি তার কারখানায় ভালো বেতনের বিনিময়ে পণ্ডিত জীকে‌ একটি কাজ দেন, কিছুকাল তিনি সেখানে অবস্থান করেন । কিন্তু সেখানে‌ও তার বৈরাগ্য‌ ভাব চলে আসে‌ এবং 'আমি ব্রাহ্মণ বালক, আমার কার্য পঠন-পাঠন করানো ' এসব বলে তিনি কারখানার কার্য ত্যাগ‌ করেন তথা বিরক্ত ভাব পোষণ করে আজমের গমন করেন ।

আজমের-এ প্রকৃত সাধুর খোঁজ করতে করতে আবূরোড়-এ চলে আসেন । সেখান থেকে তিনি কানপুরস্থ আর্য সমাজ মন্দিরে উঠেন । সেই সময়ে পূজ্যপাদ স্বামী পূর্ণানন্দ জীর 'ভারতীয় বিদ্যালয়' নামে একটি সংস্থা ছিলো, এই বিদ্যালয়ে বালকদের নিঃশুল্ক সংস্কৃত অধ্যয়নের‌ ব্যবস্থা ছিলো । পণ্ডিত জী উক্ত বিদ্যালয়ে নিযুক্তি হয়ে সংস্কৃত অধ্যয়নে রত‌ হন‌ । 


কানপুরস্থ‌ এই ভারতীয় বিদ্যালয়ে ব্রহ্মচারী অখিলানন্দ জীর‌ প্রথম সম্পর্ক পূজ্য পণ্ডিতপ্রবর‌ শ্রী ব্রহ্মদত্ত জী জিজ্ঞাসুর সহিত হয় । আর এই সম্পর্ক ভ্রাতৃত্ব বন্ধনের ন্যায় জীবনের অন্তিমক্ষণ পর্যন্ত ছিলো‌ । 

কয়েক বর্ষ পশ্চাৎ পূজ্য স্বামী পূর্ণানন্দ জী মহারাজ তাঁর বিদ্যার্থীদের নিয়ে হরদুয়াগঞ্জে ( আলীগঢ়, উত্তর প্রদেশ ) পূজ্য স্বামী সর্বদানন্দ জী মহারাজের নিকট গমন করেন । সেখানে ব্রহ্মচারী জী কয়েক বর্ষ স্বামী সর্বদানন্দ জীর তত্ত্বাবধায়নে তথা নেতৃত্ত্বে থাকেন । সেই সময়ে পণ্ডিত জী পূজ্য‌ পণ্ডিত ব্রহ্মদত্ত জী জিজ্ঞাসু, পণ্ডিত সুরেন্দ্র শর্মা, তথা রাজগুরু ঘুরেন্দ্র শাস্ত্রী জীর‌ সহিত অবস্থান করছিলেন । কিছু দিন পর পূজ্য স্বামী জী বিদ্যালয় বন্ধ করে দেন, অতঃ স্বামী পূর্ণানন্দ জী তাঁর প্রিয়তম শিষ্য অখিলানন্দ জীকে‌ নিয়ে ভ্রমণ-নিমিত্তে গমন করেন ।


বেদের প্রতি পণ্ডিত জীর‌ অসীম ভক্তি লক্ষ্য‌ করে স্বামী পূর্ণানন্দ জী তাঁকে বেদপ্রকাশ এবং সাধারণতয়া 'প্রকাশ' নামে সম্বোধন করেন । ভ্রমণের সন্দর্ভে পণ্ডিত জী পূজ্য গুরু স্বামী পূর্ণানন্দ জী মহারাজের সাথে শাহপুরা নগরে পৌঁছান । সেখানের জঙ্গলে কয়েক বর্ষ গুরুদেবের সাথে অবস্থান করেন । এই দিনগুলোতে ভোজন ব্যবস্থা শাহপুরাধীশ শ্রী নাহরসিংহ জী‌ করেন । অরণ্যে একদিন মধ্যরাত্রে ঘোর‌ বর্ষা হচ্ছিলো । নিরন্তর হৃদয় বিদারক ভয়ংকর এক সিংহের গর্জন শুনেন তাঁরা । গুরুদেব তখন অত্যন্ত স্নেহ-ভাবে বলেন- 'প্রকাশ্ ! এমন পরিস্থিতিতে পরোক্ষ-শক্তির অনুভূতি হয়ে থাকে' ।


১৯১৮ সনে‌ পূজ্যপাদ গুরুদেব স্বামী পূর্ণানন্দ জীর‌ থেকে অন্তিম বিদায় নিয়ে তিনি কাশীতে গমন‌ করেন, এবং কাশীস্থ 'আর্য সমাজ' তথা 'কাশী সেবা সমিতি' এর মাধ্যমে বিবিধ সামাজিক কার্যে রত হন‌ । সেই বছরের‌ই অন্তে সিঙ্গরৌলীতে (মির্জাপুর) দুর্ভিক্ষ দেখা দেয় । সেখানে 'কাশী সেবা সমিতি' দ্বারা সঞ্চালিত সহায়তা সমিতির‌ সংযোজক হয়ে অন্য‌ কার্যকর্তাদের‌ সহিত ব্রহ্মচারী জী অন্ন তথা ওষুধ বিতরণার্থে গমন‌ করেন ।


১৯১৬ সনে ইংরেজ সরকার দ্বারা জরায়ম পেশা নামক‌ একটি নিয়ম‌ চালু‌ হয়, যার অন্তর্গত দলিত দুঃখী এবং হিন্দু সমাজের নিচু শ্রেণি - ডোম, ভঙ্গী, ধরকার আদি ইত্যাদি জনগোষ্ঠীদের খ্রিষ্টান বানানোর‌ কুচক্র চলে । ১৯১৮ সনে কাশীস্থ আর্য সমাজ এই নিকৃষ্ট কুচক্র দমন করতে ব্রহ্মচারী জীর নেতৃত্বে সংঘর্ষ-সমিতি গঠন করে, সক্রিয় সদস্য ছিলেন পণ্ডিতপ্রবর শ্রী ব্রহ্মদত্ত জী এবং পণ্ডিত শ্রী চুন্নীলাল জী। এই সমিতির সুপ্রয়াস স্বরূপ শতসহস্র হিন্দু নর-নারী বিধর্মী হ‌ওয়ার পথ থেকে বেঁচে যায় । 

১৯১৯ সনে তিনি কংগ্রেসে যোগ দেন । তিনি নেপালী খপড়া কাশীতে 'আর্য-ছাত্রাবাস' স্থাপনা করেন । সেই ছাত্রাবাসে বিদ্যার্থীদের সংস্কৃত অধ্যয়ন তথা তাদের মধ্যে দেশভক্তির ভাবনা প্রদান পণ্ডিত জীর মুখ্য কার্য ছিলো‌ । তাঁর বিশিষ্ট শিষ্য‌গণের‌ মধ্যে মার্কণ্ডেয়, পরমানন্দ তথা চন্দ্রশেখর আজাদ ছিলেন । এই বিদ্যার্থীগণ তাঁর সান্নিধ্যে সংস্কৃত অধ্যয়ন করেছেন । 

১৯১৯ সনে রৌলট এক্ট‌ এর বিরুদ্ধে উক্ত‌ ছাত্রাবাসের বিদ্যার্থীগণ বিশেষ ভূমিকা রাখেন । এর ফলস্বরূপ উক্ত সংস্থা সরকারের‌ রোষানলে পড়ে । ১৯২১ সনে যখন কংগ্রেসের অধিকাংশ নেতাদের অসহযোগ আন্দোলন করার জন্য কারাগারে বন্দী করা হয়, তখন সেই দিনগুলোতে কাশীতে কংগ্রেসের গতিবিধি সঞ্চালন ব্রহ্মচারী জীই করেছিলেন । 

১৯২৩ সনে অমর শহীদ স্বামী শ্রদ্ধানন্দ জীর নেতৃত্বে কঠোর শুদ্ধি আন্দোলন আরম্ভ হয়। এই শুদ্ধি আন্দোলনের প্রমুখ কার্যক্ষেত্র মথুরা জনপদের ভাণ্ট তহসীল‌ অন্তর্গত মলকানোর শুদ্ধি ছিলো , যার সর্বাধিকারী ( ইনচার্জ) ব্রহ্মচারী‌ জী‌ই ছিলেন। তাঁর সাথে সহায়তায় ছিলেন পণ্ডিত ইন্দ্র বর্মা, শ্রী আত্মারাম ভজনীক তথা ড. সূর্যদেব শর্মা । 

এ ছাড়াও গুড়গাম্ব তথা রোহতকে‌ও তিনি ব্যাপক‌ শুদ্ধি কার্য চালিয়েছেন, যেখানে সহস্রাধিক মুসলিম বৈদিকধর্মে দীক্ষিত হয়


 ১৯৩০ সনের মাঝামাঝি সময়ে 'ঝরিয়া' এর সুপ্রসিদ্ধ সেঠ হরদেব কাশীতে আসেন এবং অত্যন্ত আগ্রহের সাথে ব্রহ্মচারী জীকে ঝরিয়াতে নিয়ে যান । সেখানেই দেহান্ত পর্যন্ত তিনি তাঁর জীবনের‌ বিবিধ সাধনায় রত থাকেন ।

ব্রহ্মচারী জী তাঁর জীবনে অজস্র শাস্ত্রার্থ করেছেন‌ এবং অভূতপূর্ব সফলতা‌ লাভ করেছেন । তিনি জীবনভর‌ আর্যসমাজের স্বতন্ত্র উপদেশক পদে‌ অবস্থান‌ করে বিবিধ‌ কার্যে রত‌ ছিলেন‌ । তিনি‌ কিছুকাল‌ বেনারসে থাকার পর‌ কাশীস্থ‌ আর্য‌ সমাজের প্রধান পদে‌ও অধিষ্ঠিত ছিলেন । কাশীর‌ বিদ্বানগণের নিকট‌ তিনি‌ অত্যন্ত আদরণীয়‌ তথা‌ সম্মানীয় ছিলেন । 

ব্রহ্মচারী জী সদাচারের মূর্তি, পরম তপস্বী এবং পূর্ণ ব্রহ্মচারী ছিলেন । বাল্মীকি রামায়ণ এবং মহাভারতের‌ উচ্চকোটির বিদ্বান ছিলেন। বাল্মীকি রামায়ণের অভূতপূর্ব টীকা কার্য‌ সমগ্র‌ আর্য-সংসারে অত্যন্ত মহত্ত্বপূর্ণ কর্ম ছিলো ।


উপনিষদ্‌ শাস্ত্রে তিনি সফল কথাবাচক তথা নির্ভ্রান্ত ব্যাখ্যাতা ছিলেন । তাঁর কারো‌ সহিত‌ বৈর-ভাব ছিলো না, বরং সবার প্রতি সহজ স্বাভাবিক প্রেম ছিলো । তাঁর দিব্য-জীবন, শুদ্ধ বাৎসল্য-স্নেহের ফলস্বরূপ আজ সহস্রাধিক আর্য নর-নারী সমগ্র‌ আর্যবর্তে‌ আর্য‌ সিদ্ধান্তের‌ শ্রেষ্ঠত্ব প্রচারে রত‌ । পণ্ডিত বৈদ্যনাথ জী শাস্ত্রী, পণ্ডিত গঙ্গাধর জী শাস্ত্রী (পাটনা ), পণ্ডিত আত্মানন্দ জী (দিল্লী ) তথা মহামহোপাধ্যায় পণ্ডিত যুধিষ্ঠির জী মীমাংসক তাঁদের‌ মধ্যে প্রমুখ ।

ব্রহ্মচারী‌ জী কাশী প্রবাসকালে গুরুকুল দেবরিয়ায় পণ্ডিত ব্রহ্মদত্তজী জিজ্ঞাসুর সহিত‌ অনেক বছর‌ সঞ্চালন কার্যে নিয়োজিত ছিলেন । কয়েক বর্ষ উক্ত‌ গুরুকুলে‌র‌ আচার্য‌ও ছিলেন । পণ্ডিত জীর‌ সাথে পণ্ডিত ইন্দ্রদেব জী কার্যে‌ সহায়ক‌ ছিলেন। তিনি পূজ্য স্বামী ত্যাগানন্দ জীর দেহান্তের পশ্চাৎ সুপ্রসিদ্ধ গুরুকুল অযোধ্যায় দেহান্তের‌ আগ পর্যন্ত কুলপতি ছিলেন ।

তিনি অনেক স্থানে মহত্ত্বপূর্ণ যজ্ঞ করেছেন । দেহান্তের তিন বর্ষ পূর্বে বিহার প্রদেশে 'পলামূ' জনপদের‌ অন্তর্গত 'গঢ়বা নগরে' এক অভূতপূর্ব চতুর্বেদ পারায়ণ যজ্ঞ সম্পন্ন করেন, যা‌ চৌদ্দ দিন পর্যন্ত প্রাতঃ-সায়ং সমস্ত প্রহরে‌ টানা চলমান হয়েছিলো । এই যজ্ঞের ব্রহ্মা ছিলেন তিনি । সহযোগী‌ হিসেবে‌ তাঁর সাথে ছিলেন পণ্ডিত বিদ্যানন্দ জী (বেণারসী ), পণ্ডিত আর্যভিক্ষু জী (মুগলসরায় ), পণ্ডিত সত্যদেব‌ জী শাস্ত্রী (বেণারসী ) ইত্যাদি বিদ্বান উপস্থিত ছিলেন । নিরন্তর চৌদ্দ দিন যজ্ঞের পশ্চাৎ বেদের উপর‌ তিনি মধুর উপদেশ প্রদান করেছিলেন । এই মহত্ত্বপূর্ণ আয়োজনের সম্পূর্ণ ব্যয় ধর্মনিষ্ঠ কর্মঠ আর্য শ্রী লক্ষ্মীপ্রসাদ গৌরীশঙ্কর জী করেন । 

প্রতিদিন শত সহস্র জনতা সমীপবর্তী গ্রামীণ ক্ষেত্রে এই মহাযজ্ঞে সম্মিলিত হ‌ওয়ার‌ জন্য প্রাতঃ কালেই পৌঁছে যেতো‌ । ঝরিয়া প্রবাসকালে বিভিন্ন স্থানে তিনি অনেক বিদ্যার্থীদের সংস্কৃত শিক্ষা প্রদানে রত ছিলেন । ধনবাদ ডী. এ. বী. স্কুলে প্রত্যেক শনিবারে বিদ্যার্থীগণের‌ মধ্যে নিয়মিত রূপে উপদেশ প্রদান তাঁর দেহান্ত পর্যন্ত চলেছে । উক্ত জনপদের সমস্ত ধর্মপ্রেমী পরিবার পণ্ডিত জীর‌ অপূর্ব বিদ্বতা তথা পবিত্রতায় প্রভাবিত ছিলো । জনগণ তাঁকে 'গুরুজী' বলে‌ সম্বোধন করতো ।


আর্য-সমাজের‌ বাইরে‌ও তিনি অত্যন্ত সম্মানীয়‌ এবং প্রভাবশালী ছিলেন । অযোধ্যার‌ 'অদ্বৈতবাদ-মণ্ডল' সংগঠনে তিনি প্রতি বছর যেতেন এবং তাঁর মধুর বেদ-কথা দ্বারা সম্পূর্ণ সাধু-মণ্ডল অত্যন্ত প্রভাবিত হতেন। তাঁর শরীর সর্বদা‌ সুস্থ, সুডৌল তথা পরাক্রমী ছিলো ।

দেহান্তের কয়েক বছর পূর্বে তাঁর চোখে‌ ছানি পড়ে‌ । অপারেশনে‌ ছানি অপসারণ করা হয়, পরন্তু প্রারম্ভ কাল থেকে অতি ব্যায়াম করা‌র‌ দরুন‌ তাঁর স্বাস্থ্যের‌ হানি‌ হয় এবং দৃষ্টির সমস্যা থেকে যায়‌ ।

পণ্ডিত জীর‌ জীবন নিঃস্পৃহ এবং বিচার উদারতম ছিলো । শিখ‌, খ্রিষ্টান যবনাদি‌ অন্য অবৈদিক মতাবলম্বী‌দের‌ নিকট‌ও তিনি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ ব্যক্তি ছিলেন । 

১৯৬৯ সনের‌ ১৯ অক্টোবর‌ প্রাতঃকাল ১০ ঘটিকায় ঝরিয়া স্থিত আনন্দ-ভবনে এই মহান‌ আর্য‌ বিদ্বানের‌ দেহান্ত হয়



গ্রন্থরাজিঃ

1.‌ বালকাণ্ড – অনুবাদক মহামহোপাধ্যায় পণ্ডিত যুধিষ্ঠির জী‌ মীমাংসক তথা পরিশোধক ব্রহ্মচারীজী । গ্রন্থারম্ভের বিবেচনা অংশে রামায়ণের ক্ষেপক অংশের বর্ণনায় প্রস্তুত টীকার বিশেষতার বর্ণনা করা হয়েছে। উক্ত‌ কাণ্ড রামলাল কাপুর ট্রাস্ট দ্বারা ২০২৫ বিক্রমাব্দে ট্রাস্ট গ্রন্থমালার ৩১তম পুষ্প রূপে প্রকাশিত হয় ।

2.‌ অযোধ্যাকাণ্ড - অনুবাদ তথা পরিশোধক ব্রহ্মচারীজী ।   (২০১৯ বিক্রমাব্দ)

3. অরণ্য, কিষ্কিন্ধা কাণ্ড (২০২১ বিক্রমাব্দ‌)

4. সুন্দরকাণ্ড (২০২৩ বিক্রমাব্দ‌)

5. যুদ্ধকাণ্ড – এই কাণ্ডের‌ অনুবাদ ব্রহ্মচারীজী করে যেতে‌ পারেন নাই । পণ্ডিত. বিজয়পাল ব্যাকরণাচার্য দ্বারা ২০২৯ বিক্রমাব্দে‌ অনুবাদ কার্য সম্পন্ন হয় ।


বিদুষাং বশংবদঃ 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.