পণ্ডিত অখিলবিনয়



পণ্ডিত অখিলবিনয়

পণ্ডিত অখিলবিনয় 


আর্য পত্রকার শ্রী অখিলবিনয় জীর জন্ম রাজস্থানের পিলানী নগরে

১৫ই অক্টোবর ১৯২৬ সনে‌ পণ্ডিত রূপরাম শাস্ত্রীর গৃহে । 


তাঁর প্রথম সাহিত্য‌ আর্যমিত্র  ১৯৪৬ সনে প্রকাশিত হয় । ১৯৫৫ সনে‌ তিনি হিন্দিতে‌  এম. এ. সম্পন্ন করেন  এবং পত্রকারিতার‌ ক্ষেত্রে‌ যুক্ত‌ হন ।

সর্বপ্রথম আগরা থেকে প্রকাশিত কর্মযোগ‌ এর সম্পাদকীয় বিভাগে কার্যরত থাকেন । তৎপশ্চাৎ বিশ্ব সাহিত্য তথা বিশ্বজ্যোতি (হোশিয়ারপুরে )  সম্পাদকীয় বিভাগেও‌ কার্যরত থাকেন । 

অনেক বর্ষ‌  বোম্বে  অবস্থান করে  হিন্দিভাষী প্রমুখ লেখকগণ, পত্রকারগণ এবং সাহিত্যকারদের‌  ইতিবৃত্ত  স্বসম্পাদিত

'বিশ্ব হিন্দী-সেবী সমাচার'  প্রকাশিত করতে থাকেন ।


লেখন  কার্য

1. হিন্দী কী পত্র-পত্রিকায়েং ( ১৯৪৫ সন‌ )

 2. রাজা রামমোহন রায় ( ১৯৬০ সন

—- বিদুষাং বশংবদঃ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.