সংস্কৃতে আর্যসমাজের দশ নিয়ম


মহর্ষি স্বামী শ্রীমদ্দয়ানন্দ সরস্বতী বৈদিক শিক্ষা পুনঃপ্রতিষ্ঠার নিমিত্তে আর্যসমাজ পুনঃস্থাপন করেন এবং ১০টি মূলনীতি তৈরী করেন । উক্ত নিয়মসমূহের মধ্যে আর্যসমাজের সামগ্রিক আদর্শ ও কর্মপদ্ধতি প্রতিভাসিত হয়েছে ।


অনেকদিন ধরেই আর্যভ্রাতা-ভগিনীগণ অনুরোধ করে আসছিলেন উক্ত নিয়মসমূহ যেন সংস্কৃতেও প্রকাশিত করা হয় । নিয়মসমূহ নিম্নে দেবভাষায় প্রকটিত হলো -



🏵️ ১।
সত্যবিদ্যাশ্চ যাবত্যঃ পদার্থাস্তন্মতাশ্চ যে । 

সর্বেষামাদিমূলাত্মা পরমাত্মা প্রতিষ্ঠিতঃ ॥

অনুবাদঃ সব সত্যবিদ্যা এবং যা পদার্থবিদ্যা দ্বারা জানা যায় সেসবের আদিমূল পরমেশ্বর।

🌼 ২।
ঈশ্বরঃ সচ্চিদানন্দো দয়ালুঃ সর্বশক্তিমান্ । 

ন্যায়কৃৎপুণ্যপূতশ্চ নির্বিকারোঽজরোঽমরঃ ॥
সর্বেশ্বরঃ সৃষ্টিকর্তাঽনুপমো নির্ভয়ঃ সদা । 

অজন্মাঽনাদিরিত্যেবমনন্তশ্চ প্রকীর্ত্যতে ॥
সর্বাধারশ্চ সর্বেষামন্তর্যামী প্রকথ্যতে ।
সর্বত্র ব্যাপকো নিত্যো নিরাকার উদীর্যতে ॥
ইত্যেবং কথিতো যোঽসৌ স সর্বৈঃ সমুপাস্যতাম্
অন্যে নৈব তথোপাস্যাঃ বিনা তং পরমেশ্বরম্ ॥

অনুবাদঃ ঈশ্বর সচ্চিদানন্দস্বরূপ, নিরাকার, সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়ালু, অজন্মা, অনন্ত, নির্বিকার, অনাদি, অণুপম, সর্বাধার, সর্বেশ্বর সর্বব্যাপক, সর্বান্তর্যামী, অজর, অমর, অভয়, নিত্য, পবিত্র ও সৃষ্টিকর্তা, একমাত্র তারই উপসনা করা উচিত।

🌺 ৩।
সর্বাসাং সত্যবিদ্যানাং বেদঃ পুস্তকসংস্তুতঃ ।
আর্যাণাং পরমো ধর্মস্তদধীতী শ্রুতেঃ কৃতী ॥

অনুবাদঃ বেদ সব সত্যবিদ্যার পুস্তক, বেদের পঠন-পাঠন, শ্রবণ ও শ্রাবণ সবল আর্যের পরম ধর্ম।

🍁 ৪-৫।
ভূয়তাং সত্যগ্রহণেঽসত্যত্যাগে চ মানবৈঃ ।
যথাসত্যং যথাধর্মং কর্মাণি কুরু সর্বদা ॥

অনুবাদঃ সত্য গ্রহণে ও অসত্য পরিত্যাগে সদা উদ্যত থাকবে। সব কাজ ধর্মানুসারে অর্থাৎ সত্য ও অসত্য বিচারপূর্বক করা উচিত।

🌻 ৬।
সংসারোপকৃতির্লক্ষ্যা সমাজস্যার্যমানবৈঃ ।
শরীরাত্মসমাজানাং বিধেয়োন্নতিরর্থতঃ ॥

অনুবাদঃ সংসারের উপকার করা এই সমাজের মুখ্য উদ্দেশ্য অর্থাৎ শারীরিক, আত্মিক ও সামাজিক উন্নতি করা।

💮 ৭।
মানবৈঃ প্রাণিভিঃ সাকমন্যোন্যং প্রীতিপূর্বকম্ ।
ধর্মানুসারতঃ কার্যং যথাযোগ্যং প্রবর্তনম্ ॥

অনুবাদঃ সকলের সঙ্গে প্রীতিপূর্বক ধর্মানুসারে যথাযোগ্য ব্যবহার করা উচিত।

🌼 ৮-৯।
বিদ্যাবৃদ্ধিরবিদ্যায়া নাশশ্চ ক্রিয়তাং সদা ।
ন তুষ্টিঃ স্বোন্নতাবেবং সাধ্যতাঞ্চ সমোন্নতিঃ ॥

অনুবাদঃ অবিদ্যার নাশ ও বিদ্যার বৃদ্ধি করা উচিত। প্রত্যেককে নিজের উন্নতিতেই সন্তুষ্ট থাকা উচিত নয়, কিন্তু সবার উন্নতিতে নিজের উন্নতি ভাবা উচিত।

🥀 ১০।
পালনে নিয়মানাঞ্চ সর্বেষাং হিতকারিণাম্ ।
ভূয়তাং পরতন্ত্রৈশ্চ স্বতন্ত্রৈরাত্মকর্মণি ॥

অনুবাদঃ সব মানুষকে সামাজিক সর্বহিতকারী নিয়ম পালনে পরতন্ত্র এবং প্রত্যেক হিতকারী নিয়মে সবাইকে স্বতন্ত্র থাকা উচিত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.