পণ্ডিত কালীচরণ শর্মা



 

পণ্ডিত কালীচরণ শর্মা  [মৌলবী‌, আলিম ফজিল ]

        পণ্ডিত কালীচরণ শর্মা

             [ মৌলবী‌, আলিম ফজিল ]


আরবি, ফারসি তথা‌ সমগ্র‌ ইসলাম সিদ্ধান্তের উচ্চকোটির প্রকাণ্ড বিদ্বান্ পণ্ডিত কালীচরণ শর্মা জীর জন্ম ১৮৭৮ সনে বদায়ু জেলার একটি গ্রামে


তাঁর অধ্যয়ন‌ সম্পন্ন হয় আগরা স্থিত সুপ্রসিদ্ধ বিখ্যাত মুসাফির বিদ্যালয়ে, যে বিদ্যালয়টি আর্য‌ জগতের‌ দিগ্বিজয়ী বিদ্বান্ তথা‌ শাস্ত্রার্থ মহারথীদের কারিগর নামে খ্যাত পণ্ডিতপ্রবর ভোজ দত্ত শর্মা অমর শহীদ পণ্ডিত লেখরাম জীর স্মৃতিতে স্থাপিত করেন । এই বিদ্যালয় থেকেই পণ্ডিত মহেশপ্রসাদ মৌলবী আলিম ফজিল, রাহুল সাঙ্কৃত্যায়ন, আর্য‌ জগতের অলরাউন্ডার ঠাকুর অমরসিংহজী, কুঁবর সুখলাল আর্য মুসাফির, পণ্ডিত রাম সহায় শর্মা ( রাজস্থানের সুপ্রসিদ্ধ উপদেশক) আদি আর্য জগতের‌ দিগ্বিজয়ী শাস্ত্রার্থ মহারথীগণ তাঁদের অধ্যয়ন সম্পন্ন করেন ।


পণ্ডিত কালীচরণ জী সমগ্র‌ ইসলাম এবং খ্রিষ্টান‌ সিদ্ধান্তের বিস্তৃত তথা গম্ভীর অধ্যয়ন করেছিলেন । এক‌ই সাথে তিনি বৌদ্ধ‌ এবং জৈন‌ সিদ্ধান্তের তলর্স্পশী বিদ্বান্ ছিলেন । তাঁর জীবনকালে তিনি বিধর্মীদের সহিত অগণিত শাস্ত্রার্থ করেন‌ এবং প্রতিটি শাস্ত্রার্থেই সাফল্য‌ অর্জন করেন

প্রায়ঃ ১৮ বছর‌ শর্মাজী কানপুরস্থ ডী. এ. বী. কলেজে ধর্মশিক্ষার অধ্যাপক পদে নিযুক্ত‌ থাকেন । কানপুরে তিনি 'আর্য তর্ক মণ্ডল' সভার স্থাপনা করেন, উক্ত‌ সভার‌ প্রধান‌ বিশেষত্ব হলো‌, বৈদিক ধর্মের উপর অবৈদিক‌দের‌ মিথ্যাচার, ভ্রান্তিপূর্ণ আক্ষেপ সপ্রমাণতার সহিত‌ খণ্ডন করে চূর্ণ-বিচর্ণ করে দেওয়া ‌

তিনি আগরা‌ থেকে 'আর্য মুসাফির' নামক উর্দু সাপ্তাহিক পত্রিকা‌‌ও প্রকাশ করতেন । কানপুর থেকে আর্য মুসাফির বুকডিপোর তত্ত্বাধানে তাঁর স্বীয় প্রণীত সাহিত্য প্রকাশিত হতে থাকে ।

কলেজ থেকে অবসর নেওয়ার পশ্চাৎ তিনি রাজস্থানে স্ব-কার্য ক্ষেত্র স্থাপন করেন ।

৯০ বর্ষ আয়ুতে ১৯৬৮ সনের ১৩ই সেপ্টেম্বরে বান্দীকুঈ-তে ( রাজস্থান) ইসলামের‌ মর্মজ্ঞ এই মহান আর্য‌ বিদ্বান‌্ দেহত্যাগ করেন ।


গ্রন্থরাজিঃ

1.‌ কুরানেমজীদ (প্রথম ভাগ) হিন্দী অনুবাদ


2. বিচিত্র জীবনচরিত ( নবী মুহাম্মদের‌ জীবনী ) (১৯১৮ সন‌)


ইসলাম খণ্ডন বিষয়‌ক পুস্তক‌


3. অল্লাহমিয়াং কা হুলিয়া  ( ১৯৮০ বিক্রমাব্দ‌ )


4. অল্লাহমিয়াং কী সুন্নত ( ১৯৮০ বিক্রমাব্দ‌ )


5. অল্লাহমিয়াং কী ফোটো ( ১৯২৬ সন


6. ইসলামী গপ্পে


7. কাঠ কা উল্লূ  (১৯২৬ সন)


8. মুসলমানী বুর্কা


9. কুরান ঔর উসকী শিক্ষা


10. অল্লাহমিয়াং কী চালোং কা নমুনা


উপর্যুক্ত পুস্তকসমূহ মূলতঃ উর্দুতে লিখিত হয়েছে ।


হিন্দীতে‌ অনুবাদ করেছেন কু. রামমনোহরসিংহ লখীমপুরী ।


খ্রিষ্টান মত খণ্ডন‌ বিষয়ক‌ পুস্তক


11. ঈসাঈমতদর্পণ


12. বাইবেল মত পরীক্ষা


13. বৈদিক যজ্ঞ মেং মসীহী মত কী আহুতি


 অন্য পুস্তক‌সমূহ


14. সত্যার্থপ্রকাশের আরবি অনুবাদ


15. ঈশোপনিষদ্ উর্দু তথা আরবি অনুবাদ


16. স্বানেহ ঊমরী-আরিফ দয়ানন্দ সরস্বতী (ফারসী ভাষায় মহর্ষি দয়ানন্দ জীল জীবন চরিত)


17. আর্য কা প্রাচীন গৌরব  (১৯৩১সন)


18. হাস্যরত্নমালা


19. ঈশ্বর ধর্মজ্ঞান (নাস্তিক মত খণ্ডন )


20. বৈদিক রূসী সাম্যবাদ (কম্যুনিজ্ম মত খণ্ডন)


21. পশুবধনিষেধ (মাংস খানা পাপ হৈ)


22. জৈন ঔর বৌদ্ধ এক হৈং


23. বেদ স্বাধ্যায় (বেদ মন্ত্রের ব্যাখ্যা)


  — বিদুষাং বশংবদঃ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.