সহৃদয় মহর্ষি দয়ানন্দ

 


💥মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী নিজ ছাত্র এবং সহযোগিদের প্রতি সর্বদা সহৃদয় এবং দয়ালু আচরণ করতেন। পণ্ডিত কৃষ্ণরাম ইচ্ছারাম মহর্ষি জীর নিকট শাস্ত্র অধ্যয়ন করতেন। এইজন্য উনি মহর্ষি জীর লেখন কার্যেও সহায়তা করতেন। একদিন উনি প্রচন্ড জ্বরে শয্যাশায়ী হলেন। মহর্ষি এই খবর পেয়ে কৃষ্ণরামের সাথে দেখা করলেন। এইসময় কৃষ্ণরাম জী শরীরের ব্যাথায় কাতর ছিলেন। মহর্ষি জী কৃষ্ণরামের মাথা টিপে দিতে লাগলেন।
💢 কৃষ্ণরাম ইচ্ছারাম জী বাধা দেওয়ার চেষ্টা করে বললেন -"মহারাজ,আপনি আপনি এ কি করছেন ! না - না,আপনি এরকম করে আমাকে পাপের ভাগীদার করবেন না। "
💢 মহর্ষি জী স্নেহপূর্বক উত্তর দিলেন -"এতে কোনো পাপ হয় না, আমাদের একে অপরকে সহায়তা করা উচিত। সেবাকার্য থেকে কখনো বিরত থাকা উচিত নয়। এরকম সেবা করার ফলে অন্যের সেবা করার প্রেরণা পাওয়া যায়।"❤️

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.