মহর্ষি দয়ানন্দ সরস্বতী বিরচিত ও সম্পাদিত গ্রন্থসমূহ


মহর্ষি স্বামী শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী দীপাবলির পূণ্যতিথিতে ভারত আকাশের বেদার্থপ্রকাশক সূর্য স্বরূপ নক্ষত্র কোটি কোটি বেদাধ্যায়ীগণকে পথপ্রদর্শন করে ইহধাম ত্যাগ করেন । বঙ্গীয় আর্যগণ মহর্ষি বিরচিত সত্যার্থ প্রকাশ , ঋগ্বেদাদিভাষ্যভূমিকা এবং ঋগ্বেদ - যজুর্বেদ ভাষ্য ব্যতীত অন্যাদি গ্রন্থ সম্পর্কে খুব কমই অবগত । মহর্ষির সেই সকল গ্রন্থাদির বিস্তৃত একটি তালিকা এখানে উল্লেখ করা হলো -

১. সন্ধ্যা - ১৯২০ বিক্রমাব্দ
২. ভাগবত খণ্ডনম্ - ১৯২৩
৩. অদ্বৈতমত খণ্ডনম্- ১৯২৭
৪. সত্যার্থ প্রকাশঃ
৫. সন্ধ্যোপাসনাদি পঞ্চমহাযজ্ঞ বিধিঃ [ ভাষ্য-সহিতঃ ]
৬. বেদান্তিধ্বান্ত নিবারণম্
৭. বেদবিরুদ্ধমত খণ্ডনম্
৮. শিক্ষাপত্রীধ্বান্ত নিবারণম্
৯. বেদভাষ্যনিদর্শনাঙ্কঃ
{ ৪-৯ = ১৯৩১ বিক্রমাব্দ }
১০. আর্যাভিবিনয়ঃ
১১. সংস্কারবিধিঃ
১২. চতুর্বেদ - বিষয়সূচী
১৩. বেদভাষ্যনিদর্শনাঙ্কঃ [ পুনঃ]
১৪. ঋগ্বেদাদিভাষ্যভূমিকা
১৫. পঞ্চমহাযজ্ঞবিধিঃ
১৬. ঋগ্বেদভাষ্যম্ [ ১-৭.৬১.২ পর্যন্তম্ ]
১৭. যজুর্বেদভাষ্যম্
১৮. আর্যোদ্দেশ্যরত্নমালা
১৯. ভ্রান্তি নিবারণম্
{ ১০-১১ = ১৯৩২ বিক্রমাব্দ , ১২-১৪ = ১৯৩৩ বিক্রমাব্দ , ১৫-১৯ = ১৯৩৪ বিক্রমাব্দ ]
২০. অষ্টাধ্যায়ী ভাষ্যম্ [ চতুর্থাধ্যায়ান্তম্ ] -১৯৩৫ বিক্রমাব্দ
২১. আত্মচরিতম্
২২. সংস্কৃতবাক্যপ্রবোধঃ
২৩. ব্যবহারভানুঃ
{ ২১-২৩ = ১৯৩৬ বিক্রমাব্দ }
২৪. গৌতম-অহল্যা কি কথা
২৫. ভ্রমোচ্ছেদনম্
২৬. অনুভ্রমোচ্ছেদম্
২৭. গোকরুণানিধিঃ
{ ২৪-২৭ = ১৯৩৭ বিক্রমাব্দ }
>>>বেদাঙ্গপ্রকাশঃ [ চতুর্দশভাগাত্মকঃ ] ~ ১৯৩৬-১৯৩৮ বিক্রমাব্দ <<<
২৮. বর্ণোচ্চারণশিক্ষা
২৯. সন্ধিবিষয়ঃ
৩০. নামিকঃ
৩১. কারকীয়ঃ
৩২. সামাসিকঃ
৩৩. স্ত্রৈণতাদ্ধিতঃ
৩৪. অব্যয়ার্থঃ
৩৫. আখ্যাতিকঃ
৩৬. সৌবরঃ
৩৭. পারিভাষিকঃ
৩৮. ধাতুপাঠঃ
৩৯. গণপাঠঃ
৪০. উণাদিকোষঃ [ সংস্কৃত ব্যাখ্যা ]
৪১. নিঘণ্টুঃ
{ ৩৮,৩৯,৪১ সম্পাদনম্ }
৪২. সত্যার্থ প্রকাশঃ [ পুনরূপনিবদ্ধঃ ] - ১৯৩৯ বিক্রমাব্দ
৪৩. সংস্কারবিধিঃ [ পুনরূপনিবদ্ধঃ ] - ১৯৪০ বিক্রমাব্দ
৪৪. স্বীকারপত্র
৪৫. স্বমন্তব্যামন্তব্য
৪৬. সামবেদ সংহিতা - বর্ণানুক্রম মন্ত্রসূচি
৪৭. জলন্ধর শাস্ত্রার্থ
৪৮. বেরেলি শাস্ত্রার্থ
৪৯. সত্যধর্ম বিচার
৫০. হুগলি শাস্ত্রার্থ
৫১. কাশী শাস্ত্রার্থ
৫২. আজমের শাস্ত্রার্থ
৫৩. মসুদা শাস্ত্রার্থ
৫৪. উদয়পুর শাস্ত্রার্থ
৫৫-৫৬. বেদ ভাষ্য নমুনাঙ্ক [ ১ম ও ২য় অঙ্ক ]
৫৭. পুনা প্রবচন
৫৮. গর্দভতাপনী উপনিষদ [ অবৈদিক উপনিষদ খণ্ডন - স্যাটায়ার বিশেষ ]
{ ৪৪-৫৮ ~ বিবিধসময়ে প্রকাশিত }
বাংলাদেশ অগ্নিবীর মহর্ষি দয়ানন্দ সরস্বতী বিরচিত ও সম্পাদিত সকল গ্রন্থ বাংলাভাষায় প্রকাশের যোজনা গ্রহণ করেছে । আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা এই সম্পূর্ণ গ্রন্থরাশি বাংলা ভাষায় সনাতনীগণের হাতে তুলে দিতে পারবো ।
অলমিতি৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.