পণ্ডিত ক্ষেমকরণদাস ত্রিবেদী





পণ্ডিত ক্ষেমকরণদাস ত্রিবেদী


পণ্ডিত ক্ষেমকরণদাস ত্রিবেদী

অথর্ববেদের‌ প্রসিদ্ধ ভাষ্যকার‌ ক্ষেমকরণ‌ জী আলীগঢ় জেলার‌ শাহপুর‌ মাডরাক‌ নামক গ্রামের‌ একটি কায়স্থ পরিবারে‌ ১৮৪৮ সনের‌ ৩ নভেম্বরে জন্মগ্রহণ করেন ।  ১৮৭১ সনে‌ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে এন্ট্রেস‌ পরীক্ষায় উত্তীর্ণ হন । মুরাদাবাদে ১৮৭৬ সনে‌ তিনি মহর্ষি‌ দয়ানন্দ জীর ব্যাখ্যান শ্রবণ করেন‌ এবং তাঁর কাছ থেকে যজ্ঞোপবীত ধারণ‌ করেন ১৮৭৯ সনে মুরাদাবাদে‌ যখন‌ আর্যসমাজের‌ স্থাপনা হয় তখন‌ পণ্ডিত জীকে‌ মন্ত্রী পদে অধিষ্ঠিত করা হয় । জীবিকা হেতু‌ তিনি বীকানের‌ রেল‌ওয়ে প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ১৯০৭ সনে‌ তিনি চাকরি থেকে অবসর নেন । মহাত্মা মুন্শীরাম জীর প্রেরণায় ক্ষেমকরণ জী সমগ্র সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করেন এবং বড়ৌদা-তে অবস্থান করে তিনি বেদের বিশেষ অনুশীলন আয়ত্ত করেন । এখানে তিনি সামবেদ অধ্যয়ন করেন এবং পুনঃ গুরুকূল‌ কাঁগড়ীতে এসে গুরুবর‌ কাশীনাথ জী তথা আর্য জগতের‌ প্রকাণ্ড বিদ্বান পণ্ডিত শিবশঙ্কর শর্মা জীর‌ অধীনে‌ সমগ্র বেদের‌ বিধিবৎ‌ অধ্যয়ন করেন । 

১৯৬৮ বিক্রমাব্দে‌ পুনঃ বড়ৌদায় গমন‌ করেন এবং ঋগ্বেদ‌ তথা অথর্ববেদের পরীক্ষায় উত্তীর্ণ হন । সামবেদের পরীক্ষা প্রথমেই সম্পন্ন করেছিলেন তিনি । 

এই প্রকারে তিন বেদের‌ পরীক্ষায় উত্তীর্ণ হ‌ওয়ার‌ দরুণ তিনি " ত্রিবেদী " উপাধি প্রাপ্ত হন । তৎপশ্চাৎ পণ্ডিত জী অথর্ববেদ ভাষ্য শুরু করেন এবং টানা ১০ বর্ষ সাধনার‌ পশ্চাৎ এই অমৃত কার্য সম্পন্ন করেন । 

১৯৩৯ সনের‌ ১৩ ফেব্রুয়ারি ৯০ বছর আয়ুতে‌ এই মহান আর্য বিদ্বান দেহত্যাগ করেন । 



লেখন‌ কার্য — 


1.‌ যজুর্বেদ এর ১৬ তম অধ্যায়ের [ শ্রী রুদ্রাধ্যায় ] ব্যাখ্যা‌ ( ১৯০৬ সন‌ ),  সম্পূর্ণ অধ্যায়ের‌ ভাবার্থ‌ সংস্কৃত, হিন্দি তথা ইংরেজিতে‌ প্রণয়ন করেছেন ।  


2. হবন‌ মন্ত্র - মহর্ষি দয়ানন্দ দ্বারা নির্ধারিত ঈশ্বর‌ স্তুতি-প্রার্থনোপসনা‌, স্ততিবাচন‌ তথা শান্তিকরণ মন্ত্রসমূহের ব্যাখ্যা (১৯১২ সন‌) 


3.  অথর্ববেদ ভাষ্য‌ - ক্ষেমকরণ জীর‌ অত্যন্ত মহত্ত্বপূর্ণ, অমৃতময় কার্য । ভাষ্য শুরু করেন‌ ১৯১২ সনে‌, সমাপ্ত করে ১৯২১ সনে । 

অথর্ববেদ ভাষ্যের দ্বিতীয় সংস্করণ সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা দিল্লী থেকে তথা তৃতীয় সংস্করণ ড‌. প্রজ্ঞাদেবী কর্তৃক সম্পাদিত রূপে প্রকাশিত হয় । 


4. গোপথ ব্রাহ্মণ ভাষ্য‌ - অথর্ববেদ এর গোপথ ব্রাহ্মণ ভাষ্য‌ ১৯২৪ সনে‌ প্রকাশিত হয় । ড. প্রজ্ঞাদেবী এবং তাঁর অনুজ সুশ্রী মেধাদেবী কর্তৃক সম্পাদিত রূপে পুনঃ প্রকাশিত হয় ১৯৭৭ সনে । 


5. " অথর্ববেদ সংহিতায়া পদানাং বর্ণানুক্রম সূচীপত্রম্‌ " ১৯২১ সনে প্রকাশিত হয় ।


6. বেদ‌ বিদ্যা‌ - গুরুকূল কাঁগড়ী বিশ্ববিদ্যালয়ে পঠিত নিবন্ধ  ( ১৯১৪ সন‌ )


7. বিধবা‌ মঙ্গল ( উর্দু )


—  বিদুষাং বশংবদঃ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.