মহর্ষি দয়ানন্দের সত্যনিষ্ঠতাই তাঁর শক্তি, দুর্বলতা নয় : একটি শিক্ষণীয় ঘটনা

 


মহর্ষি দয়ানন্দের সত্যনিষ্ঠতাই তাঁর শক্তি, দুর্বলতা নয় : একটি শিক্ষণীয় ঘটনা যা সবার জানা দরকার

▪️ভুল হলে স্বীকার করাই সাধুত্ব, তাতে কটাক্ষ করে দুর্জন 

মুরাদাবাদে পণ্ডিত নারায়ণদাস ভগবৎপাদ মহর্ষি দয়ানন্দ সরস্বতী স্বামীর সঙ্গে সংস্কৃতে আলোচনা করছিলেন। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ স্বামীজীর মুখ থেকে একটি শব্দ ভুল উচ্চারিত হয়ে পড়ে। পণ্ডিত সেই ত্রুটির প্রতি আপত্তি জানালে, স্বামীজি বিনয়ের সঙ্গে তা স্বীকার করে বললেন, “হ্যাঁ, অজান্তে আমার কাছ থেকে এই ভুলটি হয়ে গেছে। আমার মুখ থেকে ভুল শব্দটি বেরিয়ে গেছে।”

কিছুক্ষণ পর সাহু বৃজরত্ন এসে উপস্থিত হলে, পণ্ডিত আবারও সেই বিষয়টি উল্লেখ করে বললেন, “পূজা সংক্রান্ত আলোচনা চলাকালীন আপনি সংস্কৃতে একটি ভুল শব্দ উচ্চারণ করেছিলেন এবং আমি তা ধরতে পেরেছিলাম।”

স্বামীজি মহারাজ শান্তভাবে বললেন, “হ্যাঁ, তুমি আমার ভুল ধরিয়ে দিয়েছিলে এবং আমি তা অকপটে স্বীকার করেছিলাম।”

কিন্তু পণ্ডিত এতে অত্যন্ত গর্বিত হয়ে আলোচনার সময় অপ্রাসঙ্গিকভাবে বারংবার সেই ঘটনাটি উল্লেখ করতে লাগলেন। তখন স্বামীজি তাঁর এই অহংকারপূর্ণ আচরণের প্রতি আপত্তি জানিয়ে বললেন, “ওহে বালক! বারবার এই কথা বলে যে তুমি নিজেকে বড় প্রমাণ করতে চাও, এটাই তোমার হীনমন্যতার প্রমাণ। আমি যদি জেদ করতাম, তবে নিজের বলা সেই ভুল শব্দকেও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করে দিতে পারতাম এবং তুমি তোমার যতটুকু জ্ঞান আছে তা দিয়ে তখন তার খণ্ডনও করতে পারতে না। কিন্তু সেটা ধর্মসঙ্গত নয়। তাই আমি বিনয়ের সঙ্গে নিজের ভুল স্বীকার করে নিয়েছি। এখন বরং কোনো গঠনমূলক ও মূল্যবান আলোচনা করো।”

সূত্র: মহর্ষি দয়ানন্দের প্রেরক-প্রসঙ্গ, পৃষ্ঠা ৭৬

© বাংলাদেশ অগ্নিবীর 

সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.