মহর্ষি দয়ানন্দ সরস্বতী কার কার কাছে কোন কোন শাস্ত্র পড়েছিলেন ?

 


🍁 মহর্ষি দয়ানন্দ সরস্বতী কার কার কাছে কোন কোন শাস্ত্র পড়েছিলেন ❓

মহর্ষি দয়ানন্দ সরস্বতী সন্ন্যাস গ্রহণের পূর্বে ব্রহ্মচারী শুদ্ধচৈতন্য নামে অভিহিত হতেন। তৎকালীন সময়ে তিনি কাশী ও নানাস্থানে আর্যাবর্তের সর্বমতবাদের শাস্ত্রাধ্যয়ন করেছিলেন। তার কিছু তথ্য নিম্নে উল্লেখিত হলো - 

১। পণ্ডিত রামনিরঞ্জন শাস্ত্রী - বৈশেষিক, ন্যায়

২। পণ্ডিত বিশ্বম্ভর তর্করত্ন- সাংখ্য, যোগ

৩। পণ্ডিত হরপ্রসাদ বিদ্যারত্ন - পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা

৪। পণ্ডিত রাসমোহন সিদ্ধান্তবাগীশ - ব্যাকরণ

৫। পণ্ডিত নিখিলেশ শাস্ত্রী - কাত্যায়ন বার্তিক

৬। পণ্ডিত রুদ্রদেব বিদ্যালংকার - বাক্যপদীয়

৭। পণ্ডিত সোমদেব তর্করত্ন - জয়াদিত্যের কাশিকা

৮। পণ্ডিত মহাদেব শাস্ত্রী - জিনেন্দ্রবুদ্ধির ন্যাস

৯। পণ্ডিত বিমলেন্দু কাব্যনিধি - হরদত্তের পদমঞ্জরী

১০। পণ্ডিত শশীকান্ত ভট্ট - রামচন্দ্রের প্রক্রিয়া কৌমুদী

১১। পণ্ডিত মহাবীর শর্মা - বোপদেবের মুগ্ধবোধ 

১২। পণ্ডিত অচ্যুতানন্দ শাস্ত্রী - ১১ উপনিষদ্

১৩। পণ্ডিত বলদেব শিরোমণি - ১০১ নবীন উপনিষদ্ 

১৪। পণ্ডিত রত্নাকর শিরোমণি - প্রাচীন স্মৃতি

১৫। পণ্ডিত মহেশচন্দ্র স্মৃতিরত্ন - নবীন স্মৃতি 

১৬। ভিক্ষু তথাগত ধর্মপাল - মহাযানী বৌদ্ধমতের মাধ্যমিক ও যোগবাদ

১৭। রাহুল মণিভদ্র - হীনযানী বৌদ্ধমতের বৈভাষিক ও সৌতান্ত্রিক

১৮। জৈন সাধু যুগলকিশোর পারেখ - দিগম্বর সম্প্রদায় অন্তর্গত উমাস্বামীকৃত 'তত্ত্বার্থাধিগম' ও শ্বেতাম্বর সম্প্রদায় অন্তর্গত হরিভদ্রকৃত 'লোকতত্ত্ব-নির্ণয়' 

১৯। বৈতাল ভৈরব বাবাজী - তন্ত্র

২০। পণ্ডিত বিভূতিভূষণ তর্কবাগীশ - 'সর্বদর্শন সংগ্রহ' ও পণ্ডিত ক্ষেমকরণ দর্শনশাস্ত্রী 'নাস্তিকবাদ', সঞ্জয়কৃত 'সংশয়বাদ', কেশ কম্বলীকৃত 'জড়বাদ', কশ্যপকৃত 'ঔদাসীন্যবাদ', গোপালকৃত 'অদৃষ্টবাদ' ও কাকুদ-কাত্যায়নকৃত 'পঞ্চ-ভৌতিকবাদ'

২১। পরমহংস সচ্চিদানন্দ স্বামী - সাঙ্খ্যকারিকা, পাতঞ্জল যোগদর্শ সাধনপাদ সূত্রের ব্যবহারিক পাঠ 

২২। স্বামী পরমানন্দ পরমহংস - বেদান্তসার, বেদান্ত পরিভাষা, বেদান্তচিন্তামণি

২৩। স্বামী জ্বালানন্দ পুরী, স্বামী শিবানন্দ গিরি - যোগবিদ্যা

উল্লেখ্য, দণ্ডী স্বামী বিরজানন্দ সরস্বতীজির উল্লেখ এখানে করা হয়নি । কেবল সাধারণ অধ্যাপকের উল্লেখই এখানে বিদ্যমান । 

© বাংলাদেশ অগ্নিবীর

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.