মহর্ষি দয়ানন্দের জন্মগৃহের দুর্লভ চিত্র সংগ্রহ

  


আর্যসমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতী। আধুনিক কালের বিশুদ্ধতম বেদ ভাষ্যকার ও সমাজ সংস্কারক মনীষী। লক্ষ লক্ষ অহিন্দুকে সনাতন ধর্মে ফেরত আনার জন্য খ্যাত তিনি। ১৮৭৬ সালে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আনতে স্বরাজ ধারণার প্রবর্তন করে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।



The Grandfather Of India নামে পরিচিত এই মনীষীর লিখিত সত্যার্থ প্রকাশ নামক অমর গ্রন্থটি এখনো যোগী আদিত্যনাথ সহ সকল হিন্দুত্ববাদী নেতারা ব্যবহার করেন অহিন্দুদের হিন্দুধর্মে নিমন্ত্রণ জানানোর জন্য। যখন বেদ মন্ত্রের ভুল অনুবাদ করে ম্যাক্সমুলার,সায়ণাচার্য,হরফ প্রকাশনী এতে গোমাংস, অশ্লীলতা, কাল্পনিক মনগড়া ইতিহাস,উদ্ভট সব অবোধ্য কথাবার্তা ঢুকিয়ে দিয়েছিল,সাধারণ হিন্দুরা এইসব জঘন্য বিকৃত অনুবাদের প্রতি বিরক্ত হয়ে বেদজ্ঞান থেকে সরে গিয়েছিল,বিধর্মীরা এই জঘন্য অনুবাদগুলোকে ব্যবহার করে সাধারণ সনাতনীদের হেনস্থা করছিল, ঠিক তখন ই মহর্ষি দয়ানন্দ সরস্বতীর বিশুদ্ধ বেদভাষ্য এক নতুন সূর্যের আলো হয়ে এই অন্ধকার জগতকে আলোকময় করে দেয়। তিনিই প্রথম পবিত্র যজুর্বেদের অনুবাদ করে দেখান যে বেদে নারী-শূদ্রদের অধিকার নেই বলে যে মত হিন্দু সমাজে প্রচলিত ছিল তা সম্পূর্ণ মিথ্যে। আর তার এই প্রমাণ পরবর্তীতে ভারতবর্ষের ইতিহাসে নারীদের সংস্কৃত শিক্ষায় এক দিকনির্দেশক হিসেবে ভূমিকা পালন করেছিল। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বেপল্লী রাধাকৃষ্ণান্ তাঁকে আখ্যায়িত করেছিলেন  "আধুনিক ভারতের অন্যতম নির্মাতা" হিসেবে।

আজ আমরা দেখব তাঁর জন্মগৃহের কিছু দুর্লভ চিত্র - 

 






 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.