নথুরাম গোডসে কী বলেছেন মহর্ষি দয়ানন্দ ও আর্যসমাজ নিয়ে ?


 ▪️ নথুরাম গোডসে বলেছেন - 

আর্যসমাজের সদস্যরা খাঁটি দেশভক্ত ছিলেন...প্রত্যেকটা মানুষ জানে যে আর্যসমাজ হিন্দুসমাজে অনেক সংস্কার করেছে। আর্যসমাজ বিধবা-বিবাহের প্রারম্ভ করেছে। আর্যসমাজ জাত-পাত সমাপ্ত করার জন্য বিপ্লবী পদক্ষেপ নিয়েছে...মহর্ষি দয়ানন্দ যিনি কিনা আর্যসমাজের নির্মাতা ছিলেন তিনি হিংসা - অহিংসার প্রপঞ্চ থেকে নির্লিপ্ত ছিলেন। তিনি বলতেন যখন প্রয়োজন হবে তখন শক্তির প্রয়োগ করা উচিত। 

[ গান্ধী বধ কেন ? নথুরাম গোডসে - গোপাল গোডসে ; ভাগ ১, উপভাগ ২, গান্ধীজির রাজনৈতিক ক্ষয় দর্শন, পৃষ্ঠা ৭২ ]



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.