'রাখিবন্ধন' সম্বন্ধে শ্রীমৎ মহর্ষি স্বামী দয়ানন্দ জীর অভিমত

 


'রাখিবন্ধন' সম্বন্ধে শ্রীমৎ মহর্ষি স্বামী দয়ানন্দ জীর অভিমত --
 
বদায়ুঁ নগরে শ্রীমৎ মহর্ষি দয়ানন্দ জী অবস্থানকালে রাখিপূর্ণিমার তিথিতে যুবা‌-বৃদ্ধ‌ যারাই মহর্ষিকে‌ দর্শন করতে আসেন‌, তারা সবাই মহর্ষির হাতে রাখি পরিয়ে দেন । এসব দেখে মহর্ষি হাস্যোজ্জ্বল মুখে বলেন‌, 
 
''আপনারা‌ রাখি কেনো‌ পড়াচ্ছেন, প্রাচীন সংস্কৃতি সমন্ধে আপনাদের বিস্মৃতি হয়েছে । আজকের এই তিথিতে রাজার পক্ষ থেকে বৃহৎ যজ্ঞের অনুষ্ঠান করা হতো এবং গুরুকুল বিদ্যার্থীগণের‌ হস্তে রাজার পক্ষ থেকে রাখি পরিয়ে দেওয়া হতো । এটি গ্রহণের মাধ্যমে প্রজা এবং রাজপুরুষগণ তাদের সর্বদা রক্ষণ করতেন এবং তাদের‌ কেউ কষ্ট দিতো না । ''
 
তথ্যসূত্র‌ঃ পণ্ডিত ঘাসীরাম লিখিত " মহর্ষি দয়ানন্দ সরস্বতী কা জীবন-চরিত‌ (২য় ভাগ‌) ; সংস্করণঃ ১৯৩৩ সন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.