মহর্ষি দয়ানন্দ জীর‌ মহত্ত্বপূর্ণ উপদেশের প্রভাবে-- 'গো-ভক্ষক মুসলিম হলো‌ গো-রক্ষক' !

 


শ্রীমৎ‌ স্বামী মহর্ষি দয়ানন্দ জী সরস্বতী ১৮৭৯ সনে হরিদ্বারে অবস্থান করছিলেন ।
সেখানে অবস্থানকালে রঈস রাও এওজ খাঁ নামে এক মুসলিম ব্যক্তি একাধিকবার মহর্ষির বিবিধ ব্যাখ্যান শ্রবণ করতে আসতেন এবং বিবিধ প্রশ্ন জিজ্ঞাসা করতেন । মহর্ষির নিকট‌ হতে সকল‌ প্রশ্নের‌ই অতিশয় যুক্তিসঙ্গত সমাধান পেয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন ।


একদিন মহর্ষির‌ সামীপ্যে‌ গো-রক্ষা বিষয়ে রাও এওজ খাঁ নামে‌ সেই মুসলিম ব্যক্তি‌ বিবিধ‌ উপদেশ‌ তথা‌ ব্যাখ্যান শ্রবণ‌ করেন  এবং গো-রক্ষার উপযোগিতার এমন ন্যায়সংগত উপদেশ শ্রবণ‌ করে, রাও এওজ‌ বিমুগ্ধ হয়ে যান‌ এবং মহর্ষির  উপদেশাত্মক বচনসমূহ নিঃসঙ্কোচে স্বীকার করে গো-মাংস সহ সর্বপ্রকারের মাংস পরিত্যাগ‌ করার সিদ্ধান্ত নেন সেই মূহূর্তেই । সেইসাথে মুসলমান সমাজে গো-রক্ষার প্রচার-প্রসারের প্রতিজ্ঞা করেন ।

তথ্যসূত্র‌ঃ পণ্ডিত ঘাসীরাম লিখিত " মহর্ষি দয়ানন্দ সরস্বতী কা জীবন-চরিত‌ (২য় ভাগ‌) ; সংস্করণঃ ১৯৩৩ সন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.