একটি ঐতিহাসিক ঘটনা: নেতাজী সুভাষ চন্দ্র বসু ও আর্যসমাজের এক না জানা অধ্যায়

 

চিত্র : আর্য সমাজের সম্মেলনের সময় নেতাজী সুভাষ চন্দ্র বসু, মহাশয় কৃষ্ণজী এবং অন্য আর্য নেতা

''শুনেছি বীর সাভারকর আপনাকে দেশের বাইরে গিয়ে সেনা তৈরির পরমার্শ দিয়েছেন?'' লাহোর আর্য সমাজের এক সম্মেলনে মহাশয় কৃষ্ণজী সুভাষ চন্দ্র বসু বাবুকে জিজ্ঞাসা করলেন, যিনি প্রতাপ পত্রিকার সংস্থাপক ছিলেন।
''জী।'' নেতাজী সুভাষ চন্দ্র বসু উত্তর দিলেন।
''আর্য সমাজ এর জন্য আপনাকে দশ হজার রুপির সাহায্য তাৎক্ষণিকভাবে উপহার দিচ্ছে।''
''ধন্যবাদ।''
''ধন্যবাদ কোন ব্যাপারে, নেতাজী,'' মহাশয় কৃষ্ণজী , যিনি সেই সময় গুরুকুল কাংগড়ীর কুলপতির পদেও আসীন ছিলেন, উনি এরপর বললেন, 
 
''যখনই আপনি আহ্বান করবেন, গুরুকুল কাংগড়ীর সকল ব্রহ্মচারী আপনার সেনায় ভর্তি হওয়ার জন্য পৌঁছে যাবে।''
 
 
নেতাজী সুভাষ চন্দ্র বসু এরপর বললেন,
 
  ''''আর্য সমাজ তো আমার মা । আজাদীর যুদ্ধে যে-ই অংশগ্রহণ করছে, তাদের কোনো না কোনো ভাবে আর্য সমাজের সাথে সম্বন্ধ অবশ্যই আছে, তা সে যেই মত পথের সাথেই সম্বন্ধ রাখুক, কিন্তু দয়ানন্দজীর স্বদেশীর আহ্বানের তার উপর প্রভাব রয়েছেই। কেননা স্বামীজীই সবার প্রথমে বলেছিলেন যে, স্বদেশী রাজ্যই সর্বোপরি উত্তম হয়ে থেকে।''

ঘটনা এবং চিত্রের জন্য দেখুন
পুস্তক : জীবন সংঘর্ষ, প্রকাশক রাজপাল এন্ড সন্স, লাহোর

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.