আধুনিকপাণিনিঃ শ্রী পণ্ডিত যুধিষ্ঠির মীমাংসকঃ বৃত্তম্‌

 

[ মহামহোপাধ্যায় পণ্ডিত যুধিষ্ঠির মীমাংসকজীর জন্মতিথি উপলক্ষে বিশেষ নিবেদন ]


বেদাপারবিশালবাঙ্ময়নভোনক্ষত্রমত্যুজ্জ্বলং
নূনং পাণিনিশব্দশাস্ত্রতরণির্বেদাব্ধিমন্থাচলঃ ।
বেদাগাধগভীরসাগরগতান্ মুক্তামণীনুদ্ধরন্
ধন্যোঽভূৎস যুধিষ্ঠিরো বুধবরো মীমাংসকো বৈদিকঃ ॥১॥

অগাধ ও বিশাল বৈদিক বাঙ্ময় নভোমণ্ডলে অত্যুজ্জ্বল তেজস্বী নক্ষত্র, নিশ্চিতরূপে পাণিনীয় ব্যাকরণের সূর্য, বেদমহাসাগরের আলোড়ন কার্যে মন্থাচল এবং বেদের অগাধ ও গহীন সমুদ্র থেকে উত্থিত বিচারসমূহের মুক্তামণিনিচয়কে উদ্ধারকারী মহাপণ্ডিত শ্রী যুধিষ্ঠিত মীমাংসক সত্যই ধন্য বিদ্বদ্বর ছিলেন ॥১॥

বেদালোড়নচিন্তনার্পিতসমস্তায়ুর্যশোবৈভবো
বেদানাং স্বরশাস্ত্রবোধনপরগ্রন্থস্য নির্মাণকৃৎ ।
বেদচ্ছান্দসশাস্ত্রবর্ণনপরং যো নির্মমে পুস্তকং
ধন্যোঽভূৎস যুধিষ্ঠিরো বুধবরো মীমাংসকো বৈদিকঃ॥২॥

বেদের মন্থন ও চিন্তনের নিমিত্তে যিনি সমগ্র জীবন, যশ এবং বৈভব সমর্পিত করেছেন , বেদের স্বরশাস্ত্রের বোধগম্যকারী "বৈদিক স্বরমীমাংসা " রচনা করেছেন এবং একইভাবে 'বৈদিক ছন্দোমীমাংসা' এর নির্মাতা বৈদিক পণ্ডিতপ্রবর শ্রী যুধিষ্ঠির মীমাংসক প্রকৃতরূপেই ধন্য পণ্ডিত ছিলেন ॥ ২ ॥

লুপ্তাং ব্যাকরণার্ষপদ্ধতিবরাং শ্রী পাণিনেরুত্তমা-
মুদ্ধর্তুং ভুবনে পুনঃ কৃতবতো যত্নং মহাধীমতঃ ।
অন্তেবাসিবরো হি বেদবিদুষঃ শ্রীব্রহ্মদত্তস্য বৈ
ধন্যোঽভূৎস যুধিষ্ঠিরো বুধবরো মীমাংসকো বৈদিকঃ ॥৩॥

শ্রী পাণিনি মুনির ব্যাকরণবিষয়ক সর্বোত্তম কিন্তু লুপ্ত আর্ষ প্রণালীর উদ্ধারের মহান্ প্রযত্নকারী পরম মেধাবী অন্তেবাসি বৈদিক বিদ্বান্ শ্রী ব্রহ্মদত্ত জী জিজ্ঞাসুর শিষ্যোত্তম শ্রী পণ্ডিত যুধিষ্ঠির জী মীমাংসক সত্যই ধন্য মহাপুরুষ ছিলেন ॥৩॥

আর্ষব্যাকরণোচ্চপণ্ডিতবরত্বেনার্জিতোচ্চৈর্যশাঃ
গৈর্বাণ্যা পদশাস্ত্রবৃত্তমপি যো ভাগত্রয়ে নির্মমে ।
ভাষাভাষ্যবরং ব্যধাৎ খলু মহাভাষ্যস্য যো মার্মিকং
সোঽয়ং ধন্যতমো বভূব ভুবনে যুধিষ্ঠিরো পণ্ডিতঃ ॥৪॥

পাণিনীয় ব্যাকরণের শ্রেষ্ঠ বিদ্বান্ রূপে উচ্চ কীর্তিমান যশস্বী মীমাংসক জী সংস্কৃত ব্যাকরণশাস্ত্রের ইতিহাস পদশাস্ত্রবৃত্তি তিন খণ্ডে রচনা করেছেন ; যিনি মহাভাষ্যের হিন্দীতে অত্যন্ত মার্মিক ভাষ্য করেছেন সেই যুধিষ্ঠির জী সত্যই বিশ্বে মহাপণ্ডিত ছিলেন ॥৪॥

বেদোদ্ধারকৃতো মহামুনিদয়ানন্দস্য ভক্তোত্তম-
স্তদ্গ্রন্থোৎকটশুদ্ধমুদ্রণবরান্ প্রাকাশয়দ্ যত্নতঃ ।
তেষাং বৈদিকভাষ্যবৃত্তিমপি তাং তন্বন্ মহামৌলিকাং
ধন্যোঽভূৎস যুধিষ্ঠিরো বুধবরো মীমাংসকো বৈদিকঃ ॥৫॥

বেদার্থের পুনরুদ্ধারক স্বামী দয়ানন্দের ভক্তোত্তম শ্রী পণ্ডিত মীমাংসক জী মহর্ষির শ্রেষ্ঠ গ্রন্থসমূহকে শুদ্ধ সংস্করণ প্রযত্নপূর্বক প্রকাশিত করেছেন এবং তাঁর মহান্ বেদভাষ্যের অত্যন্ত মৌলিক = ব্যাকরণবিষয়ক টিপ্পণী ও টীকা লেখক শ্রী যুধিষ্ঠির জী মীমাংসক সত্যই বৈদিক মহাপণ্ডিত ছিলেন ॥৫॥

তেষাং গ্রন্থবরেতিবৃত্তমপি যো নূনং প্রণিন্যে বৃহৎ
তদ্বিজ্ঞাপনপত্রসঙ্গ্রহবরাশ্চাবিষ্কৃতা ভাগশঃ ।
তৎসিদ্ধান্তনিরূপণায় বিদধদ্ গ্রন্থাংশ্চ লেখান্ বহূন্
ধন্যোঽভূৎস যুধিষ্ঠিরো বুধবরো মীমাংসকো বৈদিকঃ ॥৬॥

মহর্ষি দয়ানন্দের গ্রন্থসমূহের বিস্তৃত ইতিহাসও তিনি লিখেছেন, তাঁর পত্র ও বিজ্ঞাপনসমূহকে না ভাগে প্রকাশিত করেছেন । মহর্ষির সিদ্ধান্তসমূহের বিশদ ব্যাখ্যাকারী বিবিধ গ্রন্থ ও নিবন্ধও তিনি লিখেছেন । এমন মহাবিদ্বান্ শ্রী যুধিষ্ঠির জী মীমাংসক সত্যই ধন্য মহাপুরুষ ছিলেন ॥৬॥

প্রাচীনার্ষপরম্পরাবিধিবিধানাভ্যন্তরঃ কোবিদঃ 
শ্রৌতস্মার্তবিশিষ্টপদ্ধতিবিধিব্যুৎপন্নবিদ্বদ্বরঃ ।
মীমাংসাদিকশাস্ত্রবৃন্দনিপুণো বেদাঙ্গপারঙ্গতো
হিন্দ্যাং শাবরভাষ্যদীর্ঘললিতাং ব্যাখ্যাং চকারোত্তমাম্ ॥৭॥

প্রাচীন আর্ষ পরম্পরা ও বিধি-বিধানের মর্মজ্ঞ বিদ্বান্, শ্রৌত ও স্মার্ত বিশিষ্ট বিধির পরিনিষ্ঠিত পণ্ডিত, মীমাংসাদি শাস্ত্রের প্রকাণ্ড পণ্ডিত ও বেদাঙ্গের পারঙ্গত বিদ্বান্ শ্রী যুধিষ্ঠির জী শাবরভাষ্য হিন্দীতে প্রদীর্ঘ ও ললিত অনুবাদ বিবিধ ভাগে প্রকাশিত করেছেন ॥৭॥

বেদান্বেষণশোধবোধনপরং কার্যং বিধাভ্যাশ্চিরান্
মাসিক্যাঃ খলু বেদবাণ্যভিহিতায়াঃ পত্রিকায়াঃ মহান্।
ত্রিংশদ্বর্ষমিতং প্রদীর্ঘসময়ং সম্পাদকো বিশ্রুতঃ
প্রায়াদ্ হন্ত ! যুধিষ্ঠিরো বুধবরো মীমাংসকো বৈদিকঃ ॥৮॥

বেদের অনুসন্ধান, গবেষণা ও জ্ঞানের প্রচার-প্রসারের কার্য চিরকাল করা প্রসিদ্ধ মাসিক পত্রিকা 'বেদবাণী'র ৩০ বৎসর পর্যন্ত সফল সম্পাদক বিশ্রুত শ্রী যুধিষ্ঠির জী মীমাংসক আমাদের মধ্যে নেই যা মহাশোকের বিষয় ॥৮॥

নৈকপ্রাক্তনধাতুপাঠগণপাঠো ণাদিপাঠাং স্তথা
হ্যন্যান্ গ্রন্থবরাংশ্চ বেদবিষয়ান্ প্রাকাশয়দ্ বিশ্রুতান্।
গৈর্বাণ্যাঃ পদশাস্ত্রবৃত্তবিষয়স্তস্যাদ্ভুতো গ্রন্থরাট্
তদ্বৈদুষ্যবিশালগাঢ়গহনব্যাসঙ্গসন্দর্শকঃ ॥৯॥


তিনি ধাতুপাঠ, গণপাঠ, উণাদিপাঠ বিষয়ক অনেক প্রাচীন বৃত্তিগ্রন্থ প্রকাশিত করেছেন ও বিবিধ বেদবিষয়ক শ্রেষ্ঠ গ্রন্থসমূহেরও সম্পাদন করেছেন । সংস্কৃতব্যাকরণ শাস্ত্রের ইতিহাস বিষয়ক তাঁর খণ্ডে প্রকাশিত মহান্ গ্রন্থ তাঁর প্রগাঢ় পাণ্ডিত্য, বিস্তৃত অধ্যয়ন ও নিবিড় অনুশীলনের পরিচায়ক॥৯॥

তৎপ্রাচীনবিশালবাঙ্ময়মহাব্যাসঙ্গবৈদুষ্যতঃ
প্রান্তীয়ৈর্রপি কেন্দ্রশাসকজনৈঃ সম্মানিতো নৈকশঃ ।
সর্বোচ্চেন চ বিশ্বভারতীপুরস্কারেণ সম্মণ্ডিতো
ধন্যোঽভূৎস যুধিষ্ঠিরো বুধবরো মীমাংসকো বৈদিকঃ ॥১০॥

তাঁর প্রাচীন বৈদিক বিশাল বাঙ্ময়ের গভীর অধ্যয়ন ও পাণ্ডিত্যের কারণে তাঁকে বিবিধ প্রাদেশিক ও কেন্দ্রীয় শাসনব্যবস্থা দ্বারা সম্মানিত করা হয়েছে। সর্বশেষে হিন্দিতে সর্বোচ্চ পুরস্কার "বিশ্বভারতী" দ্বারাও তাঁকে সম্মানিত করা হয়েছে । এইরূপ মহান যুধিষ্ঠির মীমাংসক সত্যই মহাপণ্ডিত ছিলেন ॥১০॥

🖋️ প্রফেসর হরিশ্চন্দ্র রেণাপুরকর


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.