দলিতদের নিয়ে চিন্তা মহর্ষি দয়ানন্দকে যেভাবে বিচলিত করেছিলো
একদিন রাতে মহর্ষি দয়ানন্দ সরস্বতী হঠাৎ উঠে এদিকে-ওদিকে পায়চারি করতে লাগলেন। তার পায়ের আওয়াজে এক কর্মচারীর ঘুম ভেঙে গেল । সে স্বামীজিকে জিজ্ঞাসা করল যে কোন কি কষ্ট হচ্ছে । মহর্ষি একটি লম্বা নিঃশ্বাস ফেললেন এবং বললেন, ' খ্রিস্টানরা দলিতদের খ্রিস্টান বানানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে । অর্থ জলের মতো খরচ করছে । এদিকে হিন্দুদের ধর্মনেতারা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছেন। এই চিন্তাই আমাকে বিচলিত করছে। '
- জীবন চরিত, ঘাসীরাম, পৃ০ ৫১৪
© বাংলাদেশ অগ্নিবীর