পণ্ডিত সুধাকর চতুর্বেদী - ১২২ বর্ষীয় কন্নড় ভাষায় চতুর্বেদ অনুবাদক

 

একজন ১২০ বছরের সুধাকর "চতুর্বেদী"‌ এবং দীর্ঘায়ুর সাধন হিসেবে সাত্ত্বিক জীবনাচরণ

অথর্ববেদে বলা হয়েছে— " ব্রহ্মচর্য়্যেণ তপসা দেবা মৃত্যুমুপাঘ্নত । ইন্দ্রো হ ব্রহ্মচর্য়্যেণ দেবেভ্যঃ স্ব্যরাভরৎ ।। (অ০ ১১।৫।১৯)"



অর্থাৎ, ব্রহ্মচর্য তপস্যা দ্বারা বিদ্বান ব্যক্তি মৃত্যুকে দূর করে অর্থাৎ দীর্ঘায়ু প্রাপ্ত হয়। জিতেন্দ্রিয় পুরুষ নিশ্চিতরূপে, ইন্দ্রিয়ের জন্য ব্রহ্মচর্যের দ্বারাই সুখ প্রাপ্ত হয়।

এই মন্ত্রের সবচেয়ে বাস্তব উদাহরণ ছিলেন পণ্ডিত সুধাকর চতুর্বেদী জী। ১২২ বছর বেঁচে ছিলেন তিনি এবং ২০২০ সালে মারা যান তিন শতাব্দী দেখা এই আর্য বিদ্বান ও স্বাধীনতা সংগ্রামী।

সুধাকর জীর জন্ম ২০ শে এপ্রিল ১৮৯৭ কর্ণাটকে ব্রাহ্মণ পরিবারে। ছোটবেলাতেই তাঁর আগ্রহের জন্য তিনি পিতাকে রাজি করিয়ে তৎকালীন হরিদ্বারে অবস্থিত আর্যসমাজের তৃতীয় অধ্যক্ষ স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠিত "কাংড়ী গুরুকুল" যা বর্তমানে গুরুকুল কাংড়ী বিশ্ববিদ্যালয়, সেখানে যান ও সরাসরি শ্রদ্ধানন্দ জীর তত্ত্বাবধানে শাস্ত্রীয় জ্ঞান ও শিক্ষা লাভ করেন ( বেদবাচস্পতি যা এমএর সমতুল্য)।

তিনি এরপর মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন এবং সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন দেশকে মুক্ত করতে। তিনি গান্ধীর স্নেহধন্য ছিলেন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সরাসরি দেখেছেন এবং অন্যান্য নানা আন্দোলনের সাক্ষী ও ছিলেন। গান্ধীর বার্তাবাহক ছিলেন বলে তাঁকে "Postman of Gandhi" বলা হত।

ভারতের স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল তাঁকে কর্ণাটক রাজ্যের মন্ত্রী হবার আহ্বান করেন যা তিনি ফিরিয়ে দেন।

এরপর তিনি বৈদিক চর্চায় আত্মনিয়োগ করেন। ২০০২-২০০৯ এই দীর্ঘ সাত বছর ধরে একটানা কর্মের ফলে তিনি প্রথম কন্নড় ভাষায় ৩০০০০ পৃষ্ঠার চার বেদের বিশুদ্ধ অনুবাদ সম্পন্ন করেন।

পণ্ডিতজী ছিলেন অকৃতদার, পুরো যৌবন স্বাধীনতা সংগ্রামের জন্য নানা প্রান্তের জেলে কাটিয়েছেন, দেশ স্বাধীন হবার সময় তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি। তবে তিনি সংসার ধর্ম একদম ত্যাগ করেন নি, বরং তথাকথিত দলিত ঘরের এক শিশুকে তিনি দত্তক নেন এবং তাঁর নাম রাখেন আর্যমিত্র। 

তাঁর গ্রন্থসমূহ হলো - 

  • সত্যার্থ প্রকাশ [কন্নড় ভাষায় অনুবাদ] (ಸತ್ಯಾರ್ಥ ಪ್ರಕಾಶ)
  • Rashtra Purusha Yogiraja Maharshi Dayananda Saraswati (ರಾಷ್ಟ್ರ ಪುರುಷ ಯೋಗಿರಾಜ ಮಹರ್ಷಿ ದಯಾನಂದ ಸರಸ್ವತಿ) (A Biography of Maharshi Dayanand Saraswati of Arya Samaj)
  • Vedokta Jeevana Patha (ವೇದೋಕ್ತ ಜೀವನ ಪಥ)
  • Yoga Pradeepa (ಯೋಗ ಪ್ರದೀಪ)
  • Adarsha Manava (ಆದರ್ಶ ಮಾನವ)
  • Rigveda Darshana (ಋಗ್ವೇದ ದರ್ಶನ)
  • Murtipooje Jignase? (ಮೂರ್ತಿಪೂಜೆ ಜಿಜ್ಞಾಸೆ?)
  • Janmagata Jati Paddhati Veda Virodhi (ಜನ್ಮಗತ ಜಾತಿ ಪದ್ಧತಿ ವೇದ ವಿರೋಧಿ)
  • Grace and Glory of Vedic Dharma (English)
  • Shanti Mattu Sowbhagya (ಶಾಂತಿ ಮತ್ತು ಸೌಭಾಗ್ಯ)
  • Vaidika Vivaha Samskara Vidhi (ವೈದಿಕ ವಿವಾಹ ಸಂಸ್ಕಾರವಿಧಿ)
  • Bhagawan Sri Ramachandra (ಭಗವಾನ್ ಶ್ರೀರಾಮಚಂದ್ರ)
  • Vedamaata Gayatri (ವೇದಮಾತಾ ಗಾಯತ್ರೀ)
  • Upanishad Bhashya (ಉಪನಿಷದ್ ಭಾಷ್ಯ)
  • Halavu Nenapugalu (ಹಲವು ನೆನಪುಗಳು)


তাঁর পরিবারের সাথে ব্যাঙ্গালোর শহরে বাস করতেন সুধাকর জী। এই বয়সেও প্রতি শনিবার বাধ্যতামূলকভাবে হবন ও ধর্মীয় আলোচনা করতেন নিজ বাসায় বা ব্যাঙ্গালোর আর্যসমাজ মন্দিরে।

তিনি ছিলেন কঠোর শাকাহারী। সন্ধ্যা সাতটার মাঝে ঘুমিয়ে পড়তেন ও ভোর তিনটা- সাড়ে তিনটায় উঠতেন- এই ছিল তাঁর নিয়মিত রুটিন।

এই বিখ্যাত বেদজ্ঞ ব্যক্তি ২০২০ সালের ২৭ শে ফেব্রুয়ারি মারা যান ব্যাঙ্গালোর আর্যসমাজকে অভিভাবক শূন্য করে দিয়ে।

সাধারণভাবেও কঠোর নিয়মানুবর্তিতা ও যথাযথ বিধান অনুসরণের মাধ্যমে যে বর্তমান সময়েও দীর্ঘায়ু লাভ করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন সুধাকর জী। তাঁর আত্মা শান্তি লাভ করুক- এই কামনা জানাই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.