মহর্ষি দয়ানন্দ সরস্বতী একবার পরিভ্রমণকালে যুগলকিশোর নামে 'ব্রাহ্মণের' বাড়িতে অবস্থান করছিলেন ।  তখন এক কায়স্থের অনুরোধে গৃহের উপদেশ - প্রবচনের জন্য গমন করেন  । মহর্ষি উক্ত যুগলকিশোরকেও প্রবচন শ্রবণের জন্য আসতে বলেন । তখন সে জানায়  ' শূদ্রের ঘরে আমরা যাই না ' 
‘“ শূদ্রের ঘরে আসো না তাহলে ম্লেচ্ছের রাজ্যে কেন বসবাস করো ? ”
মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জীবন চরিত্র, পৃষ্ঠা ১৪১
